পাখিরাও মনের ভাব প্রকাশ করতে পারে!
- বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক
পরিপূর্ণ শব্দ বিন্যাসের মাধ্যমে মনের ভাব প্রকাশ করা সম্ভব। আর এই কাজটি সবচেয়ে ভালো করতে পারে মানুষ। আর এজন্য বলা হয় মানুষ অন্য প্রাণী থেকে আলাদা। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি আবিষ্কার করেছেন শুধু মানুষই নয় পরিপূর্ণ বাক্যে কথা বলতে পারে পাখিও।
এ সর্ম্পকিত একটি গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে নেচার কমিউনিকেশনে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, জাপানি টিট প্রজাতির পাখিরা যোগাযোগের জন্য কিছু বিশেষ নিয়ম অনুসরণ করে। গবেষকদের দাবি ওই পাখিরা মানুষের মতোই শব্দবিন্যাস করতে পারে। এমনকি তারা শব্দের মিলনে পরিপূর্ণ বাক্য তৈরি করতে পারে।
আগের গবেষণাগুলো থেকে দেখা যায়, মনের ভাব প্রকাশ করতে পাখি এবং স্তন্যপায়ী প্রাণীরা কিছু অনর্থক শব্দ তৈরি করে। কিন্তু পরিপূর্ণ শব্দবিন্যাসের মাধ্যমে যোগাযোগ করা জটিল প্রক্রিয়া, যা মানুষের জন্য সহজ। কিন্তু জাপান, জার্মানি এবং সুইডেনের গবেষকরা জোরালোভাবে দাবি করেছেন, টিট পাখিদের বিচিত্র কন্ঠের আওয়াজে রয়েছে শব্দ বিন্যাস।
এ ব্যাপারে ডেভিড হুইটক্রফট জানান, নতুন এই গবেষনা থেকে প্রমাণিত হয় যে, মানুষের মতো করে পাখিরাও শব্দবিন্যাস করে মনের ভাব প্রকাশ করার ক্ষমতা রাখে। জনাব ডিভিড হুইটক্রফট আপসালা ইউনিভার্সিটির একজন গবেষক।
জাপানের এই টিট পাখিরা যোগাযোগ সম্পন্ন করতে বিভিন্ন শব্দ বা ডাক ব্যবহার করে। শত্রুর উপস্থিতি বুঝে তারা বিভিন্ন রকমের ডাক দেয়। এই ডাকগুলো কোনোটি একটি অর্থ আবার কোনটি কয়েকটি শব্দের সমন্বয়ে হয়ে থাকে।
টিট পাখির এই শব্দবিন্যাসের ক্ষমতা জানতে পারলে মানবজাতির বিবর্তন সম্পর্কেও ধারণা পাওয়া যাবে বলে জানিয়েছেন হুইটক্রফট।