এবার বয়স ঢেকে যাবে !
- বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক
অনেকেই বয়সের ছাপ লুকাতে চান। আর এজন্য কতকিছুই না করে থাকে মানুষ। অনেকে তো নিজের মখের ত্বকে অস্ত্রোপচারও করান। কিন্তু শেষ পর্যন্ত সব চেষ্টায় ব্যর্থ হয়ে যায়। একসময়ে ঠিকই ত্বকে বলিরেখা ফুটে ওঠে। তবে এসব নিয়ে যারা চিন্তিত, তাদের জন্য সুখবর নিয়ে এসছেন যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী।
হার্ভার্ড মেডিকেল স্কুল ও ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) ওই গবেষক দল একটি কৃত্রিম ত্বক আবিষ্কার করেছেন। তাদের আবিষ্কৃত এই ত্বকটি অদৃশ্য এবং স্থিতিস্থাপক। এই কৃত্রিম ত্বক দিয়ে বলিরেখা আড়াল করা সম্ভব বলে দাবি করেছে গবেষক দলটি। তারা আরো জানিয়েছেন আগামী দিনগুলোতে এটিকে মানুষ প্রসাধনপণ্য হিসেবে ব্যবহার করবে।
নতুন আবিষ্কৃত এই কৃত্রিম ত্বকটি সিলিকন ও অক্সিজেন অণুর সমন্বয়ে গঠিত পলিসিলোক্সেন পলিমার। মূল ত্বকের ওপর একটি সুরক্ষা আবরণ তৈরি করবে এটি বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। এটি ত্বকের আর্দ্রতা থেকে মূল ত্বককে রক্ষার পাশাপাশি এর স্থিতিস্থাপকতাও বাড়িয়ে দেবে। তবে বাতাস ও আলোর প্রবাহে কোনো বাধা তৈরি করে না। স্বেচ্ছাসেবকদের ওপর প্রয়োগ করে ইতিবাচক ফল পাওয়া গেছে। সম্প্রতি নেচার ম্যাটেরিয়ালস সাময়িকীতে প্রকাশিত হয়েছে এ সংক্রান্ত গবেষণা প্রতিবেদন।