বদলে যাচ্ছে গুগলের মানচিত্র সেবা

বদলে যাচ্ছে গুগলের মানচিত্র সেবা

আন্তর্জাতিক ডেস্ক: গুগল তার ব্যবহারকারীদের জন্য আনছে নতুন সেবা। ইন্টারনেট সংযোগ ছাড়াই গুগল তাদের মানচিত্র সেবা ব্যবহারের সুবিধা চালু করবে।খুব শীঘ্রই এই সেবা চালু করা হবে। সংবাদ: বিবিসি

তখন গুগল ম্যাপস ব্যবহার করতে ইন্টারনেট সংযোগ থাকতে হবে না । শুধু অবস্থানই নয়, নির্দিষ্টভাবে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান খোঁজা, দোকান কিংবা প্রতিষ্ঠানের খোলা ও বন্ধের সময়, টেলিফোন নম্বরও অফলাইনে পাওয়া যাবে। গুগল কর্তৃপক্ষ বিবিসিকে জানিয়েছে, পর্যটকদের কথা ভেবেই গুগল এ্ই সিধান্ত নিয়েছে। কারণ কোনো পর্যটক অন্য দেশে গেলে ইন্টারনেট পাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়েন বা বেশি মূল্য দিয়ে ডেটা কেনার প্রয়োজন পড়ে। অফলাইনে গুগল মানচিত্র সেবাটি চালু হলে তাদের আর এ্ই সমস্যায় পড়তে হবে না।

গুগল মানচিত্রের পরবর্তী সংস্করণ থেকে অফলাইনের এ সংস্করণটি পাবেন ব্যবহারকারীরা। ইনস্টল করার ১৫ দিন পরপর কোনো ওয়াই-ফাই সংযোগ বা মোবাইল ইন্টারনেট সংযোগ থাকলে সহজেই হালনাগাদ হয়ে যাবে অফলাইনের অ্যাপটি।

গুগল মানচিত্রের পণ্য ব্যবস্থাপক আমান্দা বিশপ বিবিসিকে বলেন, ‘তিন বছর ধরেই আমরা এটি নিয়ে কাজ করে যাচ্ছি।’ আগামী বছরের শুরুতে আইওএস ব্যবহারকারীরাও এ সেবাটি পাবেন বলে জানা গেছে।  favicon

Sharing is caring!

Leave a Comment