দ্রুত গতির ইন্টারনেটের জন্য অনুদান দিলেন জাকারবার্গ

দ্রুত গতির ইন্টারনেটের জন্য অনুদান দিলেন জাকারবার্গ

প্রযুক্তি ডেস্ক: সবার জন্য ইন্টারনেট সংযোগ নিশ্চিত করতে ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ইন্টারনেট ডট অর্গ নামের একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন আগেই। তবে এবার দুই কোটি মার্কিন ডলার অনুদান দিয়েছেন তিনি। মূলত যুক্তরাষ্ট্রের ক্লাসরুমগুলোতে দ্রুতগতির ইন্টারনেট সংযোগ পৌঁছে দেওয়ার জন্য তিনি অনুদান দিয়েছেন। সংবাদ: টাইমস অব ইন্ডিয়া।

এডুকেশন সুপারহাইওয়ে নামের একটি অলাভজনক প্রতিষ্ঠানকে এই অনুদান দিয়েছেন জাকারবার্গ। নিজের ফেসবুক পেজে এ বিষয়ে জাকারবার্গ লিখেছেন, ‘স্কুলগুলোতে অনেকেই ইন্টারনেট সংযোগ দেওয়ার বিরোধিতা করেন। কিন্তু এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের আগ্রহে অনেক কিছু শিখতে পারবে। প্রতিটি ক্লাসরুমেই দ্রুতগতির ইন্টারনেট সংযোগ থাকা উচিত।’ মার্ক জাকারবার্গের মতে, যুক্তরাষ্ট্রের প্রায় সব স্কুলেই ইন্টারনেট সংযোগ রয়েছে। কিন্তু দ্রুতগতির ব্রডব্যান্ড সংযোগ নেই অর্ধেকেরও বেশি স্কুলে।

এছাড়াও তিনি সিলিকন ভ্যালিতে একটি বেসরকারি স্কুল খুলবেন। অবশ্য এ স্কুলে তার সাথে থাকবেন স্ত্রী প্রিসিলা চ্যান। এই স্কুলে শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতার ওপর জোর দেওয়া হবে। কর্মজীবীদের সন্তানদের জন্য তারা একটি প্রাথমিক বিদ্যালয় করার কথাও জানিয়েছেন। favicon

Sharing is caring!

Leave a Comment