বিশ্ববাজারে বাংলাদেশী “রিভ চ্যাট”

বিশ্ববাজারে বাংলাদেশী “রিভ চ্যাট”

প্রযুক্তি ডেস্ক: সম্প্রতি বাংলাদেশসহ বিশ্ববাজারে উন্মুক্ত করা হয়েছে রিভ চ্যাট। রিভ চ্যাটের মাধ্যমে যে কোনো প্রতিষ্ঠান তাদের ওয়েবসাইট পরিদর্শনকারীদের প্রয়োজনীয় সেবা বা তথ্য দিতে পারবেন। রিভ চ্যাটে ‘ওয়েব আরটিসি’ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এ কারণে চ্যাটের পাশাপাশি ওয়েব থেকেই ওয়েবসাইট পরিদর্শনকারীদের ফ্রি ভয়েস ও ভিডিও কলের মাধ্যমে যোগাযোগের ব্যবস্থা করতে পারবেন।

রিভের গ্রুপ সিইও জানান, অনলাইনভিত্তিক প্রতিষ্ঠানের ব্যবসা সম্প্রসারণে রিভ চ্যাটে গ্রাহক ও সম্ভাব্য ক্রেতাদের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগের বিষয়টি সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, ‘রিভ চ্যাটে আমরা যুক্ত করেছি ফেসবুক চ্যাট ইন্টিগ্রেশনসহ সর্বাধুনিক ওয়েবভিত্তিক যোগাযোগব্যবস্থা ক্লিক টু কল, প্রো-অ্যাকটিভ চ্যাট, স্মার্ট কিউইং এবং কাস্টমার এনালিটিকস।’

তিনি আরো বলেন, এরই মধ্যে ই-কমার্সসহ বিভিন্ন দেশি-বিদেশি প্রতিষ্ঠান তাদের ওয়েবসাইটে রিভ চ্যাট যুক্ত করে প্রতিষ্ঠানের পণ্য বিক্রি এবং গ্রাহকসেবায় ব্যবহার করছে। জাপান ও দক্ষিণ কোরিয়ার স্থানীয় বাজারে রিভ চ্যাট পৌঁছে দিতে রিভ দুটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। রিভ গ্রুপ জানিয়েছে, চাইলে ১৪ দিনের ফ্রি ট্রায়াল নিয়ে রিভ চ্যাট সফটওয়্যারটি পরীক্ষা করে দেখা যাবে।

রিভ চ্যাটে যুক্ত হতে ভিজিট করুন www.revechat.com অথবা ইমেইল করুন sales@revechat.com এই ঠিকানায়। favicon

Sharing is caring!

Leave a Comment