সাইবার ক্রাইম ট্রেনিং শুরু মার্চে

সাইবার ক্রাইম ট্রেনিং শুরু মার্চে

প্রযুক্তি ডেস্ক : দেশে প্রথমবারের মতো সাইবার ক্রাইম প্রশিক্ষণ ও তদন্ত প্রতিষ্ঠানের নির্মাণ কাজ আগামী মার্চ নাগাদ সম্পন্ন হবে। ৯৯ শতাংশ কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।

প্রকল্প পরিচালক ও ঢাকা মহানগর পুলিশের (উত্তর) সিআইডি পুলিশ সুপার রেজাউল হাওলাদার আজ (১৯ ডিসেম্বর) সাংবাদিকদের বলেন, ৯৯ শতাংশ কাজ ইতোমধ্যেই সম্পন্ন হওয়ায় আগামী মার্চ থেকে সাইবার ট্রেনিং সেন্টার ও সাইবার ইনভেস্টিগেশন সেন্টার (সিআইসি) উভয় কার্যক্রম পুরোদমে শুরু হবে।

তিনি বলেন, সায়েন্টিফিক প্রক্রিয়ায় তদন্ত পরিচালনা এবং কার্যকরভাবে সাইবার ক্রাইম নিয়ন্ত্রণে দক্ষ তদন্তকারী তৈরির লক্ষ্যে বাংলাদেশ পুলিশের সাইবার তদন্ত সক্ষমতা জোরদার প্রকল্পের অধীনে ৩.৫ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২৮ কোটি টাকা) ব্যয়ে সেন্টার দু’টি নির্মাণ করা হচ্ছে।

২০১২ সালে প্রকল্পের কাজ শুরু হয়। প্রকল্পে সরকার প্রায় ৪.৫ কোটি টাকা দিয়েছে, বাকি অর্থ দিয়েছে কেওআইসিএ। প্রকল্পের অধীনে মালীবাগ অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদর দফতরের তৃতীয় তলার ওপর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেন্টার (সিআইসি) এবং পুরাতন ঢাকার মিল ব্যারাক ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলের দ্বিতীয় তলার ওপর দুইতলা বিশিষ্ট সাইবার ট্রেনিং সেন্টার নির্মাণ করা হচ্ছে।প্রকল্পের জন্য বেশিরভাগ সরঞ্জাম কোরিয়া ও যুক্তরাষ্ট্র থেকে ক্রয় করা হয়েছে এবং কিছু সরঞ্জাম জার্মানি থেকে ক্রয় করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপারের পদমর্যাদার একজন কম্পিউটার প্রোগ্রামারসহ সিআইডি’র ৬ কর্মকর্তা, দুই জন সহকারী পুলিশ সুপার এবং তিন জন সাব-ইন্সপেক্টর কোরিয়ান ইউনিভার্সিটি থেকে সাইবার ক্রাইম বিষয় ৬ মাসের প্রশিক্ষণ গ্রহণ করেছেন।প্রশিক্ষিত ৬ জন সিআইডি অফিসারের সঙ্গে কোরিয়ার ২ জন কম্পিউটার বিশেষজ্ঞ বাংলাদেশের প্রশিক্ষণ কেন্দ্রের জন্য উপযোগী সিলেবাস তৈরি করছেন। কোরিয়ান কম্পিউটার বিশেষজ্ঞদের তদারকিতে প্রশিক্ষিত ৬ কর্মকর্তা অন্যদের প্রশিক্ষণ দেবেন।

সিআইডি অফিসার রেজাউল বলেন, সাইবার ইনভেস্টিগেশন সেন্টার ইতোমধ্যেই কার্যক্রম শুরু করেছে, বর্তমানে সেন্টার ২৫০টি মামলা তদন্ত করছে।

সেন্টারের ৩টি বিভাগ রয়েছে মোবাইল ফরেনসিক, কম্পিউটার ফরেনসিক এবং সিস্টেম ফরেনসিক। মোবাইল ফরেনসিক বিভাগ মোবাইল ফোনের ডাটা থেকে তথ্য উদ্ধার করবে, কম্পিউটার ফরেনসিক বিভাগ একইভাবে কম্পিউটার এবং ল্যাপটপ ডাটা থেকে তথ্য উদ্ধার করবে। সিস্টেম ফরেনসিক বিভাগ হার্ডওয়্যার, সিসিটিভি, পেনড্রাইভ এবং অন্যান্য ড্রাইভ থেকে তথ্য উদ্ধার করবে। সংবাদ : বাসস।favicon5

Sharing is caring!

Leave a Comment