জিমেইলে স্মার্ট রিপ্লাই
প্রযুক্তি ডেস্ক : এবার জিমেইল ব্যবহারকারীদের জন্য চালু হয়েছে ‘স্মার্ট রিপ্লাই’ সুবিধা। আরও দ্রুত ই-মেইল ব্যবহারের বিষয়টি নিশ্চিত করতে গতকাল (২৯ ডিসেম্বর) থেকেই আনুষ্ঠানিকভাবে নতুন এই সুবিধা চালু করা হয়েছে। সুবিধাটি ই-মেইলের জন্য চালু করা হলো। দ্রুত কোনো বিষয়ে রিপ্লাই দেওয়ার ক্ষেত্রে এ কাজটি করতে পারবেন ব্যবহারকারীরা। এ সুবিধাটি বর্তমানে জিমেইলের ইনবক্স অ্যাপে পাওয়া যাচ্ছে। ‘স্মার্ট রিপ্লাই’ সুবিধায় যে ই-মেইল আসবে তার সারমর্ম বুঝে সে অনুযায়ী একাধিক সংক্ষিপ্ত বার্তা দেখাবে। সেখান থেকে ব্যবহারকারী তাৎক্ষণিকভাবে দ্রুত একটি নির্বাচন করে সেটিও চাইলে রিপ্লাই করতে পারেন, আবার চাইলে তার সঙ্গে কিছু যোগ করেও দিতে পারেন।
গুগলের ইন্টেলিজেন্স প্রযুক্তি যে বার্তাই পাবে, সেটির অর্থ বুঝে প্রয়োজনীয় তিনটি সংক্ষিপ্ত বার্তা দেখাবে। ব্যবহারকারী যেটি প্রয়োজন মনে করেন সেটি দ্রুত আকারে রিপ্লাইয়ের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। কয়েকবার ব্যবহারকারী এ সেবা ব্যবহারের পর তাদের পছন্দ অনুসারে বার্তা দেখাবে গুগলের এ ইন্টেলিজেন্স প্রযুক্তি। ইনবক্স অ্যাপের পরবর্তী হালনাগাদে নতুন এ সুবিধাটি যুক্ত হবে বলে জানিয়েছে গুগল। সংবাদ: বিবিসি ও জিমেইল ব্লগ।