হুমকির মুখে ইয়াহু মেইল

হুমকির মুখে ইয়াহু মেইল

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক 

তথ্য-প্রযুক্তির এই যুগে যোগাযোগের অন্যতম মাধ্যম  মেইল। যোগাযোগের জন্য অনেকেই ব্যবহার করেন ইয়াহু মেইল। তবে ইয়াহুর সেবা নিয়ে সন্তুষ্ট নয় এসব ব্যবহারকারীরা। কারণ ইয়াহু এখনো আগের মতোই আছে। কিন্তু ইয়াহুকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে গুগলের জিমেইল।  ব্যবহারকারীদের উন্নত সেবা প্রদান করতে জিমেইলে প্রতিনিয়ত যুক্ত হচ্ছে নতুন নতুন ফিচার।

সম্প্রতি জিমেইল ইনবক্সের হালনাগাদ সংস্করণ উন্মুক্ত করেছে গুগল। এতে যুক্ত করা হয়েছে নতুন নতুন ফিচার। বিশ্লেষকদের ধারণা গুগলের নতুন এই ফিচারগুলো ইয়াহু মেইলের জন্য বিদায়ঘণ্টা বাজিয়ে দিতে পারে। কারণ, ব্যবহারকারীরা ইয়াহুর সেবা নিয়ে সন্তুষ্ট নয়।

জিমেইল নিয়মিত হালনাগাদ ও ব্যবহারবান্ধব ফিচার আনার কারণে ধীরে ধীরে ইয়াহুর জনপ্রিয়তা কমছে বলে জানিয়েছেন প্রযুক্তি বিশ্লেষকেরা। এরমেধ্যে  ৯ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইউরোপ অঞ্চলে ইয়াহুর সেবা কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। এ ছাড়া আয় কমে যাওয়ায় ইয়াহু কর্তৃপক্ষ নিজে থেকেই বিভিন্ন সেবা বন্ধ করে দিচ্ছে।

ইয়াহু কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটি বিক্রি করে দেওয়ার জন্য ইতোমধ্যে ক্রেতা খুঁজতে শুরু করেছে। সর্বোচ্চ দাম হাঁকনো প্রতিষ্ঠানের কাছে বিক্রি হয়ে যাবে ইয়াহু। তবে ইয়াহু মেইলের জটিলতার কারণে ইয়াহুর দাম আশানুরূপ হচ্ছে না।

 

সূত্র : ক্ল্যাপওয়ে। favicon59

Sharing is caring!

Leave a Comment