টুইটার হতে যাচ্ছে ম্যাক্রো ব্লগিং সাইট

টুইটার হতে যাচ্ছে ম্যাক্রো ব্লগিং সাইট

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : টুইটে আসছে বড় ধরনের পরিবর্তন। টুইটার ব্যবহারকারীরা ১০ হাজার অক্ষরে টুইট করতে পারবেন- এমন পরিকল্পনা বাস্তবায়নের চিন্তা করছে টুইটার ইনকরপোরেশন। এখন পর্যন্ত টুইট করা যায় সর্বোচ্চ ১৪০ অক্ষরে। এই সীমাবদ্ধতা তুলে দেওয়ার চিন্তা করছে টুইটার।

১০ হাজার অক্ষরের মাধ্যমে ১ হাজারের বেশি শব্দের টুইট পোস্ট দেওয়া যাবে টুইটারে। তবে শব্দগুলোর মধ্যের ফাঁকা স্থানও একটি অক্ষর হিসেবে গণ্য হবে। যদি তাই হয়, তবে টুইটার সামাজিক যোগাযোগ মাধ্যমের মাইক্রো ব্লগিং নয়, হতে যাচ্ছে ম্যাক্রো ব্লগিং সাইট। টুইটের ক্ষেত্রে কিছু সমস্যা মারাত্মক হয়ে ওঠায় এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে যাচ্ছে টুইটার। কারো বক্তব্য ১৪০ অক্ষরে হুবহু টুইট করা সম্ভব নয়। যেমন আব্রাহাম লিংকনের গেটিসবার্গ ভাষণ ছিল ২৭২ শব্দের। জন এফ কেনেডির অভিষেক ভাষণ ছিল ১ হাজার ৩৩৬ শব্দের। এসব ভাষণ বর্তমান ব্যবস্থায় টুইট করা সম্ভব নয়।

তবে কবে নাগাদ টুইটের নতুন ব্যবস্থা কার্যকর করা হচ্ছে, তা এখনো জানায়নি টুইটার কর্তৃপক্ষ। তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া। favicon5

Sharing is caring!

Leave a Comment