মার্কিন গোয়েন্দা প্রধানের অ্যাকাউন্ট হ্যাক করলো এক কিশোর

মার্কিন গোয়েন্দা প্রধানের অ্যাকাউন্ট হ্যাক করলো এক কিশোর

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : ‘ক্র্যাকা’ ছদ্মনামের এক কিশোর যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক জেম ক্ল্যাপারের অনলাইন অ্যাকাউন্ট হ্যাক করেছে। যুক্তরাষ্ট্রের ডিরেক্টর অব ন্যাশনাল ইনটেলিজেন্স কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে। এর আগে জন ব্রেনানও একই ঘটনার শিকার হয়েছিলেন। জন ব্রেনান হলেন মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ)-র পরিচালক।

‘ক্র্যাকা’ ছদ্মনামের কিশোরের দাবি, ক্ল্যাপারের বাড়ির টেলিফোন, ইন্টারনেট অ্যাকাউন্ট, মেইল অ্যাকাউন্ট এমনকি তার (ক্ল্যাপারের) স্ত্রীর ইমেইল অ্যাকাউন্টও হ্যাক করা হয়েছে।

তবে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। গোয়েন্দা সংস্থার মুখপাত্র ব্রায়ান হালে বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমরা অবগত, আমরা যথাযথ কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি।’

এএফপি বলছে, এই ক্র্যাকা হচ্ছে ‘ক্র্যাকাস উইথ অ্যাটিচিউড’ নামের একটি দলের সদস্য। এই দলটি এর আগে গোয়েন্দা বিভাগের পরিচালকের অনলাইন অ্যাকাউন্ট হ্যাক করেছিল। এই গ্রুপের অধিকাংশ হ্যাকার কিশোর ও স্কুলপড়ুয়া। favicon5

Sharing is caring!

Leave a Comment