টুইটারের বিরুদ্ধে মামলা করলো এক নারী

টুইটারের বিরুদ্ধে মামলা করলো এক নারী

বিজ্ঞান-প্রযুক্তি : যুক্তরাষ্ট্রের তামারা ফিল্ডস নামের এক নারী বিশ্বজুড়ে আইএস-এর ছড়িয়ে দেওয়ার কাজে সমর্থন ও আইএস সদস্য সংগ্রহে মদদ দেওয়ার অভিযোগে টুইটারের বিরুদ্ধে মামলা করেছেন।

উইয়ার্ড ডটকমে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, তামারা ফিল্ডসের স্বামী গত বছরের নভেম্বরে জর্ডানের আম্মানে সন্ত্রাসীদের হাতে নিহত হন। টুইটারের কাছে ক্ষতিপূরণ চেয়েছেন তিনি। অভিযোগপত্রে তামারা লিখেছেন, ‘টুইটার ছাড়া বিশ্বের সবচেয়ে ভয়ংকর সন্ত্রাসী গ্রুপটি গত কয়েক বছরে এভাবে ছড়িয়ে পড়তে পারত না। টুইটার জেনেশুনেই আইএস ও এর অপপ্রচারগুলো প্রকাশ করেছে এবং আইএসের সদস্য সংগ্রহে সাহায্য করেছে।’ কিন্তু টুইটার কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করেছে। টুইটারের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ‘আমরা মনে করি, এ ধরনের অভিযোগ ভিত্তিহীন। ওই পরিবারের মারাত্মক ক্ষতির কথা শুনে আমরা ব্যথিত হয়েছি। পৃথিবীর আর সব মানুষের মতোই জঙ্গিগোষ্ঠীর নৃশংসতার ও ইন্টারনেটে তাদের ক্ষতিকর প্রভাবের কারণে আমরা ভীত। অন্য সামাজিক যোগাযোগের সাইটের মতো সহিংস হুমকি ও সন্ত্রাসবাদের প্রচারের কোনো স্থান টুইটারে নেই। আমাদের নীতিমালায় সে বিষয়টি স্পষ্ট করা আছে।’

এর আগে গত মাসে তুরস্কের সরকার সন্ত্রাসী অপপ্রচারের অভিযোগে টুইটারকে ৫০ হাজার মার্কিন ডলার জরিমানা করেছিল। favicon5

Sharing is caring!

Leave a Comment