সবার জন্য ফেসবুক লাইভ

সবার জন্য ফেসবুক লাইভ

  • বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক 

সবার জন্য উন্মুক্ত করা হল ফেসবুক লাইভ ফিচারটি। যা এতদিন শুধুমাত্র সেলিব্রিটি এবং ভেরিফায়েড প্রোফাইল ও পেজের জন্য প্রযোজ্য ছিল। এখন থেকে এই ফিচারের মাধ্যমে যে কেউ ফোনে ভিডিও ধারণ করে তা ফেসবুকে সরাসরি আপলোড করতে পারবে।

গতকাল ৬ এপ্রিল বুধবার ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ তার ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘আজ থেকে ফেসবুক লাইভ সবার জন্য উন্মুক্ত করা হল। এখন থেকে খবি সহজেই লাইভ ভিডিও ডকুমেন্ট বানানো যাবে এবং তা খুব সহজে শেয়ারও করা যাবে। এটি যেন ঠিক পকেটি ঠিভি ক্যামেরা নিয়ে ঘোরার মতো।’

এই ফিচারটি ব্যবহার করতে হলে স্ট্যাটাস আইকনের নিচে থাকা লাইভ স্ট্রিমিং ভিডিও অপশন চালু করতে হবে। প্রাইভেসি বাটনের মাধ্যমে তা পাবলিক এবং প্রাইভেট করা যাবে। লাইভ স্ট্রিমিং প্রচারের সময় এখানে কমেন্ট করার মাধ্যমে সবাই তাদের মতামত জানাতে পারবে। favicon59

Sharing is caring!

Leave a Comment