সব অফারের খবর জানতে ‘অফার বাজার’

সব অফারের খবর জানতে ‘অফার বাজার’

  • নিজস্ব প্রতিবেদক

দিনদিন অনলাইনে কেনাকাটায় মানুষের আগ্রহ বেড়েই চলেছে, আস্থাও তৈরি হয়েছে বেশ। রকমারি পণ্যের পাশাপাশি তৈরি হয়েছে বেশকিছু সেবামূলক প্রতিষ্ঠানও। পণ্য আর সেবার বিপণনে প্রায়ই বিশেষ অফার ও মূল্যছাড়ের সুবিধা দেওয়া হয় ক্রেতাদের জন্য। অফার বাজার offerbazar.com.bd তৈরি করেছে এমন একটা প্ল্যাটফর্ম, যেখানে প্রায় সব ক্যাটাগরির পণ্যের অফারের খোজঁখবরই পাওয়া যাবে।

আজ (৯এপ্রিল) দুপুরে রাজধানীর কাওরান বাজারের বেসিস অডিটোরিয়ামে অফার বাজারের আনুষ্ঠানিক যাত্রার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসিসের প্রেসিডেন্ট শামীম আহসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলোর ইয়ুথ প্রোগ্রাম কো অর্ডিনেটর মুনির হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন অফার বাজারের সহ প্রতিষ্ঠাতা আতিকুজ্জামান, তৌশিকুর রহমান ও সাজেদুল ইসলাম শুভ্র।

প্রধান অতিথির বক্তব্যে শামীম আহসান বলেন, ‘চায়নাতে, ভারতে তাদের ই-কমার্স গুলো দারুণ ব্যবসা করছে, আমাদেরকেও সেভাবে দারুণ আইডিয়া নিয়ে সবার কাছে পৌঁছুতে হবে।’

মুনির হাসান ই-কমার্সের এই অগ্রযাত্রাকে ইতিবাচক উল্লেখ করে প্রতিষ্ঠানগুলোকে আরও দায়িত্বশীল হওয়ার আহবান জানান। তিনি বলেন, ‘উদ্ভাবনী চিন্তায় বাংলাদেশ অনেক এগিয়ে। তাই আমাদের উদ্ভাবনী শক্তি দিয়ে এগিয়ে গেলে আমরা একদিন বিশ্বের বড় কোম্পানিগুলোকেও পিছনে ফেলতে পারব।’

‘সাশ্রয় সবসময়’ শ্লোগানকে প্রতিপাদ্য করে ইতিমধ্যেই অফার বাজারের ওয়েবসাইট উন্মুক্ত করা হয়েছে। www.offerbazar.com.bd ভিসিট করে যে কেউই খুঁজে পেতে পারেন তার উপযোগী কোনো পণ্যের অফার। অফার বাজারের সহ প্রতিষ্ঠাতা সাজেদুল ইসলাম শুভ্র ও তৌশিকুর রহমান জানান, আরও অফার ক্রেতাদের সামনে আনার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তারা, শুধু সংখ্যাতেই নয়, যাচাই বাছাই করে প্রকৃত অফার আর ছাড়ের খবরগুলোই তারা দিতে চান। এছাড়া বিভিন্ন ইভেন্টের কার্যক্রম সম্পর্কেও জানা যাবে এই ওয়েবসাইটে, থাকবে সরাসরি রেডিও সম্প্রচারের সুবিধা। অতিরিক্ত তথ্যের জন্য ফোন করতে পারেন ০১৭৯৭২২২৮৮৮ এই নম্বরে।favicon59

Sharing is caring!

Leave a Comment