সরকারকে তথ্য দিলো ফেসবুক

সরকারকে তথ্য দিলো ফেসবুক

  • বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক

এই প্রথম বাংলাদেশ সরকারকে তথ্য দিলো ফেসবুক কর্তৃপক্ষ। ফেসবুকের ‘গভর্নমেন্ট রিকুয়েস্ট রিপোর্টে’ বলা হয়েছে, ২০১৫ সালের জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত বাংলাদেশ থেকে ১২টি অনুরোধে ৩১টি অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়েছিল।  এই রিপোর্টটি ফেসবুকে ২৮ এপ্রিল পকাশিত হয়। রিপোর্টে এসব অনুরোধে সাড়া দেওয়ার কথা জানিয়েছে ফেসবুক। আর এই অনুরোধে সাড়া দেওয়ার হার ১৬ দশমিক ৬৭ শতাংশ।

ফেসবুক যে গভর্নমেন্ট রিকুয়েস্ট রিপোর্টে প্রকাশ করেছে সেখানে জানানো হয়েছে, ফেসবুকের কাছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) চারটি কনটেন্ট সরিয়ে ফেলার অনুরোধ করে। আর এসব অনুরোধে সাড়া দিয়ে ফেসবুক কনটেন্টগুলো সরিয়ে ফেলে।

এর আগে ২০১৩ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত ফেসবুক মোট ৬টি গভর্নমেন্ট রিকুয়েস্ট রিপোর্ট প্রকাশ করে। সেখানে বলা হয় ফেসবুকের কাছে সরকার প্রথম রিকুয়েস্ট করে জানুয়ারি ২০১৩-জুন ২০১৩ এই সময়ের মধ্যে। সে সময় ফেসবুকের কাছে  ১২টি অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়। তবে সে আবেদনে সাড়া দেয়নি ফেসবুক। একইভাবে জুলাই ২০১৪- ডিসেম্বর ২০১৪ এই সময়ে মোট ৫ বার রিকুয়েস্ট করে ৫টি অ্যাকাউন্টের তথ্য চাই বাংলাদেশ সরকার। সেবারের আবেদনেও সাড়া দেয়নি ফেসবুক। জানুয়ারি ২০১৫-জুন ২০১৫ সালের মধ্যে ফেসবুকের কাছে তথ্য তথ্য চাওয়া হয়েছিল ৩টি আবেদনের মাধ্যমে ৩টি অ্যাকাউন্টের। তখন ও ফেসবুক সাড়া দেয়নি। সর্বশেষ জুলাই ২০১৫-ডিসেম্বর ২০১৫ সালের মধ্যে তথ্য চাওয়ার জন্য সরকার ফেসবুকের কাছে আবেদন করেছিল ১২ বার। মোট ৩১টি অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়েছিল। তখনই প্রথম ফেসবুক বাংলাদেশের আবেদনের সাড়া দিয়ে তথ্য প্রদান করে। যার হার ছিল ১৬.৬৭%। favicon59

Sharing is caring!

Leave a Comment