পাঠানো মেসেজও মুছে ফেলা যাবে

পাঠানো মেসেজও মুছে ফেলা যাবে

  • বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক 

এখন থেকে ভুল করে পাঠানো মসেজের জন্য বিব্রত হতে হবে না। কারণ ভুল করে টাঠানো মেসেজ মুছে ফেলা যাবে। আর এই কাজটি করবে নতুন একটি অ্যাপ।

নতুন এই অ্যাপটির নাম ‘প্রটেক্ট ইউ প্রাইভেটস’। এই অ্যাপটির মাধ্যমে মেসেজে পাঠানোর পরেও তা ডিলিট করে দিতে পারবেন প্রেরকরা। এই জন্য প্রেরকরা  ৩ ঘণ্টা, ১২ ঘণ্টা ও  ২৪ ঘণ্টা সময় পাবেন এবং এই সময়ের মধ্যে পাঠানো মেসেজ ডিলিট করতে পারবেন।

এটি একটি কড়া নিরাপত্তা বিশিষ্ঠ অ্যাপ। এই অ্যাপ থেকে পাঠানো মেসেজের কেউ এই ‘স্ক্রিনশট’ নিলেও তার খবর চলে আসবে প্রেরকের কাছে। তবে পাথমিকভাবে এই অ্যাপটি আইওএস ডিভাইসে ব্যবহার করা যাবে। গ্রাহকরা বিনা মূল্যেই ব্যবহার করতে পারবে এটি। ডাউনলোড করা যাবে  https://goo.gl/wXMhpm  ঠিকানা থেকে। তবে খুব শিগগির অন্য অপারেটিং সিস্টেমগুলোর জন্যও অ্যাপটি উন্মুক্ত করা হবে বলে জানা গেছে। favicon59

Sharing is caring!

Leave a Comment