স্ল্যাশের মূল পর্বে বাংলাদেশ

স্ল্যাশের মূল পর্বে বাংলাদেশ

  • বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তিভিত্তিক নতুন উদ্যোগ নিয়ে ফিনল্যান্ডের হেলসিংকিতে অনুষ্ঠেয় ‘স্ল্যাশ ২০১৬ গ্লোবাল ইমপ্যাক্ট এক্সিলারেটর’-এর চূড়ান্ত পর্বে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছে বাংলাদেশের দুটি দল। তারা হলো_ ‘এরএক্স৭১ লিমিটেড’ এবং ‘টেন মিনিট স্কুল’। মোট ৭৭ জনের মধ্যে চূড়ান্ত প্রতিযোগিতার জন্য তিনজনকে এবং সেখান থেকে স্ল্যাশ কর্তৃপক্ষ দু’জনকে মনোনীত করে। আগামী ২২ নভেম্বর থেকে ১ ডিসেম্বর অনুষ্ঠিতব্য এই ইভেন্টে অংশ নিয়ে বিশ্বের বড় বড় অর্থায়নকারী প্রতিষ্ঠানের কাছে নিজেদের উদ্ভাবনী প্রকল্প তুলে ধরতে বৈশ্বিক প্রতিযোগিতায় অংশ নেবেন বিজয়ীরা। সেখান থেকে বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর প্রকল্প পছন্দ হলে মিলতে পারে অর্থায়নসহ অন্যান্য সহায়তা।

এ বছর ১০০টির বেশি দেশ থেকে হেলসিংকিতে ১৫ হাজার দর্শনার্থী স্ল্যাশ গ্গ্নোবাল ইমপ্যাক্ট এক্সিলারেটরে অংশ নেবে।favicon59-4

Sharing is caring!

Leave a Comment