১ মিনিটে ফেসবুকে কত কী?

১ মিনিটে ফেসবুকে কত কী?

  • বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তিনির্ভর বিশ্বে মানুষের অনলাইননির্ভরতা বেড়েই চলেছে। নিকট ভবিষ্যতে এ নির্ভরতা আরো বাড়বে। বিশ্বব্যাপী অনলাইনভিত্তিক কর্মকাণ্ডের একটা বিশাল অংশজুড়ে রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম। পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ— বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের মধ্যে যোগাযোগ ঘটিয়ে এক অভূতপূর্ব বিপ্লব ঘটিয়েছে এ মাধ্যমগুলো। ফেসবুক বা টুইটারে কোনো অ্যাকাউন্ট নেই, এমন মানুষ এখন খুঁজে পাওয়াই দুষ্কর। যোগাযোগের পাশাপাশি এগুলো অনলাইনভিত্তিক ব্যবসা ও বিজ্ঞাপনেরও প্রসার ঘটেছে যথেষ্ট। প্রতি মুহূর্তে সামাজিক ওয়েবসাইটগুলোয় শেয়ার হচ্ছে অসংখ্য ছবি, লিংক ও কনটেন্ট।

ভাবলে অবাক হয়ে যেতে হয়, প্রতিদিন ফেসবুকের মতো বৃহৎ সামাজিক  সাইটে ১ মিনিটে কত কি ঘটে যাচ্ছে! আমাদের আজকের আয়োজনটিও সাজানো হয়েছে ফেসবুকে প্রতি মিনিটের কর্মকাণ্ড ভিত্তি করে—

  • প্রতি মিনিটে ফেসবুকে ছবি শেয়ার হচ্ছে ২,৪৩,০৫.৫টি
  • ৫০০ নতুন অ্যাকাউন্ট
  • ১১,৭০০ ডলার আয় হচ্ছে
  • ৩২,৯৮,৬১১টি আইটেম শেয়ার হচ্ছে
  • ১৩,৮৮৮টি ফেসবুকভিত্তিক অ্যাপ ইনস্টল
  • ১,০০,০০০ ফ্রেন্ড রিকোয়েস্ট
  • ১,৫০,০০০ মেসেজ আদান-প্রদান
  • ৪১৬টি অস্বাভাবিক লগ ইন
  • ৩১,২৫,০০০টি লাইক পড়ছে
  • অন্য ওয়েবসাইটে লাইক বা শেয়ারের ১,৫২,৭৭,৭৭৭টি অপশন দেখাচ্ছে
  • ৩২৩ দিনের সমপরিমাণ দৈর্ঘ্যের ইউটিউব ভিডিও দেখা হচ্ছে
  • ৫০,০০০টি লিংক শেয়ার

প্রতিদিন ফেসবুকে লগ ইন করছেন ৭৫ কোটি ৭০ লাখ মানুষ। কিন্তু তারা আসলে কী করছেন, তার কিঞ্চিত্ ধারণা পাওয়া যাবে এখান থেকে। favicon59-4

Sharing is caring!

Leave a Comment