দেশের জনপ্রিয় অনলাইন এডুকেশন প্লাটফর্মসমূহ

দেশের জনপ্রিয় অনলাইন এডুকেশন প্লাটফর্মসমূহ

  • বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

বিগত কয়েক দশকের প্রেক্ষাপটে বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় এক আমূল পরিবর্তন এসেছে। এর সবচাইতে বড় উদাহরণ অনলাইন এডুকেশন প্লাটফর্ম। তরুন প্রজন্মের মধ্যে অনলাইন শিক্ষা ব্যবস্থা বা এডুকেশন প্লাটফর্ম ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। শিক্ষা ব্যবস্থার এই নতুন দিকের বা মাধ্যমের প্রসার কমবে না; বরং দিনকে দিন বৃদ্ধি পাবে। এর কারণ, সহজ প্রক্রিয়ায় কম খরচে একটি সফল শিক্ষা মাধ্যম হিসেবে অনলাইন এডুকেশন প্লাটফর্মের পরিচিতি লাভ।

দেশের বাইরে এই শিক্ষা মাধ্যমের পরিচিতি আরো আগে থেকেই। আমরা একটু পিছিয়ে থাকলেও বিগত কয়েক বছরে এর ব্যবহারকারির সংখ্যা অনন্য মাত্রায় বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে, করোনা মহামারির সময়কালে বাংলার সর্বস্তরের শিক্ষার্থীদের মধ্যে এর প্রসার ব্যাপক আকার ধারণ করে। আর এখানেই শিক্ষা ব্যবস্থার নতুন দ্বার উন্মোচন হয়েছে।

একটি অনলাইন এডুকেশন প্লাটফর্মে আপনি যে বিষয়ে কোর্স করতে চান, খুব সহজেই সে কোর্সের রেজিস্ট্রেশন করে ফেলতে পারেন। অধিকাংশ প্লাটফর্মে ওয়েব ঠিকানায় ঢোকার সাথে সাথেই আপনাকে আপনার গুগল মেইল কিংবা সোশ্যাল ওয়েবসাইট দিয়ে রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ করবে। রেজিস্ট্রেশনের পর কিছু ‍কিছু প্লাটফর্মে আপনি অসংখ্য ফ্রি রেকর্ডেড(Recorded) কোর্স দেখতে পাবেন। এছাড়া, বেশ কিছু কোর্স যেগুলোকে আপনি খুব অল্প খরচে রেজিস্ট্রেশন করে দেশ সেরা প্রশিক্ষকদের মাধ্যমে অনলাইন লাইভ ক্লাস করার মাধ্যমে সার্টিফিকেটও পাবেন। আর এই সমস্ত প্রক্রিয়াটিই হবে অনলাইনে। তাই, আপনার নিত্যদিনের কাজকর্মের পাশাপাশি অনলাইনে এই কোর্সগুলোর মাধ্যমে দক্ষতা বৃদ্ধির একটি বড় সুযোগ অনলাইন এডুকেশন প্লাটফর্ম।

বাংলাদেশে বেশ কয়েকটি অনলাইন এডুকেশন প্লাটফর্ম ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে এবং সফলতার সাথে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। নিচে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন শিক্ষা প্ল্যাটফর্মগুলো সম্পর্কে প্রয়োজনীয় তথ্য প্রদান করা হলো-

টেন মিনিট স্কুল (10 Minute School)

www.10minuteschool.com

টেন মিনিট স্কুল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন শিক্ষার প্ল্যাটফর্ম। যদিও এটি একটি ছোট উদ্যোগ হিসাবে শুরু করা হয়েছিল, কিন্তু এখন প্রায় দেড় লক্ষ শিক্ষার্থী নিয়মিত এই প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইন ক্লাসে অংশ নেয়। জনপ্রিয় টেলিকম কোম্পানি ‘রবি’ এবং অনেক পরিচিত প্রতিষ্ঠান ও পাবলিক ফিগার এখন এই প্ল্যাটফর্মের স্পন্সর।

এই প্ল্যাটফর্মটি মূলত জেএসসি, এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ক্লাস সরবরাহ করে। এছাড়াও, পেশাদার কর্মীরাও তাদের কিছু বিষয়বস্তু দেখে উপকৃত হতে পারেন। টেন মিনিট স্কুল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার বিশেষ ক্লাস এবং দক্ষতা উন্নয়ন কোর্সের জন্য শিক্ষার্থীদের মধ্যে জনপ্রিয়।

গোএডু (GoEdu)     

https://goedu.ac/

আপনি যদি পেশাদার দক্ষতা বৃদ্ধির কথা বলেন, তাহলে প্রথমেই যে নাম আপনার চিন্তায় আসা উচিত তা হলো গো-এডু (GoEdu)। লিডারশিপ বা নেতৃত্ব, সফট স্কিলস, প্রেজেন্টশন, চাকরি বা জব পরিবেশে নিজেকে মানিয়ে নিতে বা ভালো করার জন্য, বিজ্ঞানভিত্ত্বিক, আর্ট অব লিভিংসহ বিভিন্ন ধরনের কোর্স এই সাইটে রয়েছে।

মূলত, গোএডু হল এমন একটি অনলাইন কোর্স প্ল্যাটফর্ম, যা বাংলাদেশে পেশাদার অনলাইন দক্ষতা বৃদ্ধির জন্য কোর্স অফার করে। গোএডু’র লক্ষ্য হল অনলাইন কোর্স অফার করে ব্যক্তিগত ও পেশাগত দক্ষতা, ক্ষমতা এবং বৈশিষ্ট্য বিকাশে সহযোগিতা করা। গোএডু অনুধাবন করে, শিক্ষার্থীদের জন্য তাদের কর্মজীবন বা পেশার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত করার জন্য শুধুমাত্র তাদের একাডেমিক প্রতিষ্ঠানের উপর নির্ভর করা কঠিন। এর কোর্সগুলির সাথে বর্তমান শিল্পের প্রয়োজনীয়তা এবং পেশাদার ব্যক্তি ও প্রাপ্তবয়স্ক শিক্ষার্থীদের প্রকৃত দক্ষতা এবং জ্ঞানের মধ্যে যে ব্যবধান রয়েছে তা পূরণ করার চেষ্টা করে। যেহেতু এটি বাংলাদেশ ভিত্তিক কার্যক্রম পরিচালনা করে, তাই গোএডু বাংলা ভাষায় কোর্স অফার করে থাকে যাতে শিক্ষার্থীদের অসুবিধায় পড়তে না হয়।

এটি শুধুমাত্র শিক্ষার্থী ও পেশাদার ব্যক্তিদের কথা চিন্তা করে বহু ফ্রি কোর্স অফার করে, যাতে একটি দক্ষ জনশক্তিতে পরিণত হয় বাংলাদেশ। তবে, খুবই স্বল্প মূল্যে এডভান্স পর্যায়ের কিছু  কোর্সও অফার করে, যাতে উন্নত প্রশিক্ষণের মাধ্যমে ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধি করা সম্ভব হয়। এইসব কিছু মিলিয়েই গোএডু এখন দেশের শীর্ষ পর্যায়ের জনপ্রিয় অনলাইন এডুকেশন প্লাটফর্মে পরিণত হয়েছে।

রেপটো শিক্ষা কেন্দ্র (Repto Education Center)

www.repto.com.bd

অনেকে রেপটো কে উদেমি (Udemy) বাংলাদেশ ভার্সন বলেও ডাকে। বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞরা ভিডিও তৈরি করে এই সাইটে আপলোড করেন। শিক্ষার্থীরা কোর্সে ভর্তি হয় এবং সমাপ্তির পর তারা অনলাইনে প্রশংসাপত্র পায়। এই সাইট পুরোপুরি উদেমির প্রক্রিয়াই অনুসরণ করে।

রেপ্টো পেইড এবং ফ্রি উভয় কোর্সই অফার করে। তারা প্রোগ্রামিং, ডিজিটাল মার্কেটিং, ফটোগ্রাফি, ইংরেজি ভাষা, উদ্যোক্তা, ডেটাবেস, এমএস অফিস, গ্রাফিক ডিজাইন ইত্যাদির মতো বিভিন্ন বিষয়ে কোর্স অফার করে।

এছাড়াও, সরকারি বা রেসরকারি চাকরির সার্কুলার সম্পর্কে জানাতে ওয়েবসাইটের “চাকরি বিভাগ” ক্রমাগত আপডেট করা হয়।

ব্রিটিশ কাউন্সিল (British Council)

www.britishcouncil.org.bd

ব্রিটিশ কাউন্সিলের কারণে আজকাল ইংরেজি শেখা খুবই সহজ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তাদের ওয়েবসাইটটি ইংরেজি বিশেষজ্ঞরা ডিজাইন করেছেন। যে কেউ এই ওয়েবসাইটের সাহায্য নিয়ে তাদের ইংরেজি ভাষার দক্ষতা বৃদ্ধি করতে পারে। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি সুবিধামতো ক্লাসে যোগ দিতে বা যে কোনো সময় পরীক্ষা দিতে পারেন।

মানুষ তাদের চাহিদা অনুযায়ী অনলাইন কোর্স নেয়ার স্বাধীনতা আছে. যা মূলত ব্যবহারকারীদের সবচেয়ে বেশি আকৃষ্ট করে। নতুনদের জন্য ইংরেজি সহজে শেখার জন্য একটি অ্যাপ চালু করেছে তারা। এছাড়া, শিশু, কিশোর, প্রাপ্তবয়স্ক, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, প্রতিষ্ঠান ইত্যাদির জন্য ইংরেজিকে আলাদাভাবে শ্রেণিবদ্ধ করেছে।

শিক্ষক বাতায়ন (Shikkhok Batayon)

www.teachers.gov.bd

বাংলাদেশ সরকার বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে ডিজিটালাইজেশন আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে যার ফলস্বরূপ এমন একটি ওয়েবসাইট তৈরি করা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকদের তৈরি পিপিটি প্রেজেন্টেশন স্লাইড ওয়েবসাইটটিকে সমৃদ্ধ করেছে।

স্কুল এবং মাদ্রাসা শিক্ষক উভয়ই এই ওয়েবসাইটে তাদের নিজস্ব কন্টেন্ট আপলোড করেন। তারা স্কুল পর্যায়ের একাডেমিক পড়াশোনার জন্য বিভিন্ন পদ এবং বিষয় ব্যাখ্যা করে।

এই ওয়েবসাইটের কারণে সারাদেশের স্কুল শিক্ষার্থীরা ঘরে বসে পড়াশোনার সুবিধা পায়। এই ওয়েবসাইটের পড়াশোনার বিষয়বস্তু তিনটি ভাগে বিভক্ত – ১) সাধারণ, ২) প্রযুক্তিগত এবং ৩) মাদ্রাসা।

বহুব্রীহি (Bohubrihi)

www.bohubrihi.com

বহুব্রীহি বাংলাদেশের একটি খুব জনপ্রিয় অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম। আপনি বিভিন্ন কোর্সে আপনার নাম রেজিস্ট্রেশন করতে এবং পরামর্শদাতাদের কাছ থেকে নির্দেশনা পেয়ে যেকোনো সেক্টরে পেশাদার হতে এই ওয়েবসাইটটি দেখতে পারেন।

এছাড়াও, আপনি এই ওয়েবসাইটে  বিষয়বস্তু অ্যাক্সেস পেতে পারেন. প্রতিষ্ঠাতারা এই সাইটটি প্রতিষ্ঠা করেছেন তরুণ প্রজন্মের জ্ঞানের তৃষ্ণা মেটাতে এবং তাদের শিক্ষায় আরও নিযুক্ত করতে।

আপনি যদি স্ব-শিক্ষিত হতে চান, আপনি যে কোনো সময় এই সাইটে যেতে পারেন।

ইশিখন (eShikhon)

www.eshikhon.com

e-shikhon যে কাউকে বিভিন্ন মডেল টেস্ট দিতে দেয় যা তাদের বিভিন্ন বিষয়ে নিজেদের প্রস্তুত করতে সাহায্য করে। জেএসসি লেভেল থেকে বিসিএস পরীক্ষার বিষয় ওয়েবসাইটে পাওয়া যায়।

আপনি বিভিন্ন স্তরে আপনার নির্বাচিত বিষয়ের মডেল পরীক্ষা দিতে পারেন। টেকনিক্যাল অডিও-ভিজ্যুয়াল কোর্সও সাইটে পাওয়া যায়।

তাই আপনি যেকোন সময় সিপিএ ট্রেনিং, ওয়ার্ডপ্রেস, এসইও, অ্যাফিলিয়েট মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট ইত্যাদি কোর্সগুলো চেষ্টা করে দেখতে পারেন। এই ওয়েবসাইটের সবচেয়ে দরকারী দিকটি হল আপনি ওয়েবসাইটে একটি ব্লগ বিভাগ পাবেন, যেখানে আপনি অনেক তথ্যপূর্ণ লেখা পাবেন। যে কেউ এই ওয়েবসাইটের সাহায্যে শিক্ষার সর্বশেষ খবরের সাথে নিজেকে আপডেট রাখতে পারেন।

আমার পাঠশালা (Amar Pathshala)

www.amarpathshala.com

আমার পাঠশালা বর্তমানে একটি শিক্ষামূলক সাইট হিসেবে পরিচিত, যা প্রায় সব ধরনের শিক্ষামূলক সেবা প্রদান করে। তারা সহজ উপায়ে নতুন জিনিস শিখতে শিক্ষার্থীদের জন্য ভিডিও পাঠ অফার করে।

যারা চাকরি খুঁজছেন তাদের জন্য একটি সম্পূর্ণ আলাদা বিভাগ রয়েছে এতে, যেখানে চাকরির সার্কুলার সম্পর্কে তথ্য পাওয়া যায়।

প্রথম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য এই ওয়েবসাইটে ইতিমধ্যেই ১২ হাজারের বেশি ভিডিও রয়েছে। যে কেউ সেখানে পেশাগত এবং দক্ষতা উন্নয়নের জন্য কোর্সে অংশগ্রহণ করতে পারেন। এই উপকারী কোর্সগুলো সম্পূর্ণ বিনামূল্যে এবং আপনি বিশ্বের যে কোনও প্রান্তে থেকে এই সুযোগটি নিতে পারেন!

এডুকানির্ভাল (Educarnival)

www.educarnival.com

আপনি যদি Educarnival-এর ওয়েবসাইটে যান, তাহলে আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করার উপায় খুঁজে পাবেন। এই ওয়েবসাইটের সাহায্যে, আপনি পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষা, ব্যাংক চাকরি, এসএসসি, শিক্ষক নিবন্ধন এবং অন্যান্য সরকারি নিয়োগ পরীক্ষা ইত্যাদির মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার আগে এখান থেকে প্রস্তুতি নিতে পারেন।

আপনি প্রতিটি মডিউলের জন্য সেখানে মডেল পরীক্ষাও পাবেন। এছাড়া, একাডেমিক লেখা সহজেই বোঝার জন্য আলাদা একটি বিভাগ খুঁজে পাবেন। বিভিন্ন বিষয়ের এই লেখাগুলো আপনার পড়াশোনাকে আরো সহজ করবে। তাই আপনি শুধু রিপোর্ট/অ্যাসাইনমেন্ট বিভাগ কোনোভাবেই এড়িয়ে যেতে পারবেন না!

লাইট অফ হোপ (Light of Hope)

www.lightofhopebd.org

“লাইট অফ হোপ” বাংলাদেশের প্রথম শিক্ষা স্টার্টআপ। এই কারণে তাদের অনলাইনে কম কার্যক্রম সত্ত্বেও তাদের নাম এই তালিকায় জায়গা করে নিয়েছে। আরও সুনির্দিষ্টভাবে বলতে গেলে, লাইট অফ হোপ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এই প্রজন্মের ভবিষ্যত গঠনের স্বপ্ন দেখে।

এই মহামারী চলাকালীন সময়ে তারা শিশুদের সঠিক পরিচর্যার জন্য শিক্ষক এবং অভিভাবকদের জন্য অনলাইন কোর্সের ব্যবস্থা করেছিল।

যদিও ‘লাইট অফ হোপ’ এর লক্ষ্যই ছিল গ্রামীন স্কুলগুলোতে অনলাইন ও প্রযুক্তিগত শিক্ষা ব্যবস্থার চালু করা, তবে এখন তারা আপাতত অভিভাবক ও শিক্ষকদের জন্য প্রযুক্তিগত ব্যবহার কোর্স করায় যাতে তারা শিশুদের সঠিকভাবে যত্ন নিতে পারে।

Sharing is caring!

Leave a Comment