‘চিকিৎসকদের ওপর মানুষের আস্থা নেই’
আসিফ আল আজাদ, গণ বিশ্ববিদ্যালয় : গণস্বাস্থ্য কেন্দ্র ও গণ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ্ চৌধুরী বলেছেন, ‘মানুষ দেশীয় চিকিৎসকদের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। রোগীদের বিদেশ যাত্রা বন্ধে চিকিৎসকদের এগিয়ে আসতে হবে। নিজের কাছে নিজের জবাবদিহিতা ও সেবার মনোভাবই পারে আস্থা ফিরিয়ে আনতে।’
আজ (৩০ জানুয়ারি)সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে এমবিবিএস শিক্ষার্থীদের মাঠ পর্যায়ে প্রশিক্ষণের পূর্ব প্রস্তুতিমূলক বিশেষ সেমিনার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।বিশ্ববিদ্যালয়ের পুরাতন ক্যাম্পাসে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান।
প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান বিশ্বের বিভিন্ন দেশের সংবিধানে চিকিৎসাসেবার অবস্থান তুলে ধরে তিনি বলেন, আমাদের দেশে চিকিৎসা নৈতিকতা খুবই অবহেলিত। এদেশে চিকিৎসকদের সেবার মান মূল্যায়ন করে নয়, সনদ নবায়ন করা হয় টাকার বিনিময়ে, যা খুবই দু:খ জনক। স্বাস্থ্যসেবার মান বাড়াতে চিকিৎসকদের জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ দেন তিনি।
গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের ২১ তম ব্যাচ ও গণ বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপি বিভাগের ২৯ তম ব্যাচের শিক্ষার্থীরা এবং মেডিকেল কলেজের শিক্ষক ছাড়াও ফিজিওথেরাপী ও সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের শিক্ষকরা সেমিনারে অংশ নেন। সেমিনারে অংশ নেয়া শিক্ষার্থীরা আগামী এক মাস গ্রামে থেকে গ্রামীণ জীবন সম্পর্কে হাতে কলমে শিক্ষা নেবেন। প্রতি বছরই এধরনের কর্মসূচির আয়োজন করা হয়।