ডিআইইউ কমিউনিকেশন ক্লাবের ‘নব্যপ্রভা’

ডিআইইউ কমিউনিকেশন ক্লাবের ‘নব্যপ্রভা’

  • মাজহারুল হক মুহাজির

নব্যপ্রভা শব্দের আক্ষরিক অর্থ নতুন আলো। বিশ্ববিদ্যালয়ের জীবনের নবীনদের জন্য ‘নবীন বরণ’কে তাই ডিআইইউ কমিউনিকেশন ক্লাব ‘নব্যপ্রভা’ হিসেবেই আয়োজন করে থাকে। বরাবরের মতো এইবারও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভাসির্টির সাংকাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের ‘সামার-২০২২’ শিক্ষার্থীদের ‘নব্যপ্রভা’ আয়োজনের মধ্য দিয়ে বিভাগে বরণ করে নেয়। দিনব্যাপী আনন্দ-উদযাপনের মাধ্যমে বিভাগীয় শিক্ষক-শিক্ষার্থীরা মিলে ২৮শে মে, শনিবার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গ্রীন ক্যাম্পাসে এই অনুষ্ঠান আয়োজিত হয়।

ডিআইইউ কমিউনিকেশন ক্লাবের “নব্যপ্রভা” আয়োজনে সাংবাদিকতা, মিডিয়া ও গণযোগাযোগ বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয়ার জন্য উপস্থিত ছিলেন উক্ত বিভাগের বিভাগীয় প্রধান আফতাব হোসেন, মিডিয়া ল্যাবের ডেপুটি ডিরেক্টর এস এম আব্দুর রাজ্জাক, সিনিয়র লেকচারার রাশেদুল ইসলাম রাতুল এবং লেকচারার সাইদুর রহমান। আয়োজনে আরও উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের সাধারণ শিক্ষার্থীবৃন্দ এবং ডিআইইউ কমিউনিকেশন ক্লাবের সদস্যগন।

সাংবাদিকতা, মিডিয়া ও গণযোগাযোগ বিভাগের বিভাগীয় প্রধান আফতাব হোসেন বলেন, আমরা শুধু গ্র্যাজুয়েট চাই না, আমরা শিক্ষার্থীদের মধ্যে দক্ষতার প্রতিচ্ছবি দেখতে চাই। বিশ্ববিদ্যালয়ের জীবন শেষেই যাতে আজকের শিক্ষার্থীরা, কর্মক্ষেত্রে একেকজন নিজেদের স্বকীয়তা বজায় রাখতে পারে। এজন্য এই বিভাগের শিক্ষার্থীরা যোগাযোগের ক্ষেত্রে অবশ্যই পারদর্শী হতে হবে, আর সে জন্যই আজকের এই নবীন-প্রবীনদের মিলনমেলা।

গান, কবিতা এবং নানা আয়োজনে সাজানো ছিল এবারের নব্যপ্রভা। উপহারস্বরুপ এই অনুষ্ঠানে নবীনদের হাতে তুলে দেওয়া হয় বই। মূলত, পুরো আয়োজনের মূল বিষয় ছিলো বিভাগের শিক্ষক ও নতুন-পুরাতন শিক্ষার্থীদের মধ্যে মেলবন্ধনের এক বহিঃপ্রকাশ ঘটানো।

Sharing is caring!

Leave a Comment