পড়ার বিষয় মানবাধিকার

পড়ার বিষয় মানবাধিকার

  • ক্যাম্পাস ডেস্ক 

মানবকল্যাণ্যের সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ দু’টি ধারণা হলো, মানবাধিকার ও সামাজিক ন্যায় বিচার। এ দু’টো উপাদানের মানদন্ডের আলোকে মানবকল্যাণ পরিমাপ করা হয়। যে সমাজ বা রাষ্ট্রে মানবাধিকার এবং সামাজিক ন্যায় বিচার উন্নত সে সমাজ বা রাষ্ট্রে মানবকল্যাণ ততো বেশি সংরক্ষিত এবং উন্নত। মানবাধিকার সংরক্ষণ এবং সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা ছাড়া মানবকল্যাণ আশা করা যায় না। মানবাধিকার সংরক্ষণ এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা সমাজের সামগ্রিক কল্যাণের অপরিহার্য উপাদান। এ চিন্তা থেকেই ড. এম.আই. পাটোয়ারী তার প্রতিষ্ঠিত ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে মানবাধিকার বিষয়ক মাস্টার্স অব হিউম্যান রাইটস ‘ল’ বিভাগটি চালু করেন। তার নিজের তত্বাবধানে এর সিলেবাস প্রণীত হয়।

বিভিন্ন পেশায় নিয়োজিত শিক্ষার্থীরা যাতে এ কোর্সটি সম্পন্ন করতে পারেন, বিষয়টি বিবেচনায় রেখে মানবাধিকার বিষয়ক মাস্টার্স অব হিউম্যান রাইটস ‘ল’ প্রোগ্রামটি শুধুমাত্র সাপ্তাহিক ছুটির দিনগুলোতে ক্লাশ অনুষ্ঠিত হয়ে থাকে। এ সুযোগ অনেক পেশাজীবি গ্রহণ করেছেন এবং অনেকে করছেন।

এ প্রোগ্রামের উল্লেখযোগ্য কোর্সসমূহ যেমন- ইউনাইটেড ন্যাশন এ্যান্ড হিউম্যান রাইটস, হিউম্যান রাইটস এ্যান্ড মর্ডান স্ট্রেট, হিউম্যান রাইটস আন্ডার রিজিওনাল সিস্টেম, ইকোনোমিক্স সোস্যাল এন্ড কালচারাল রাইটস, হিউম্যান রাইটস ইন বাংলাদেশ, ইন্টারন্যাশনাল হিউম্যানিটারিয়ান ‘ল’ হিউম্যান রাইটস ইন মডার্ন ওয়াল্ড, কনজুমার প্রোটেকশন ‘ল’, ইমিগ্রেশন এ্যান্ড রিফুজি ‘ল’, রাইটস টু ডেভেলপমেন্ট ইন ইন্টারন্যাশনাল ‘ল’ এবং জাস্টিস ফর চিলড্রেন ইত্যাদি।

বর্তমানে এ ইউনিভার্সিটির আইন অনুষদের অধীন চার বছর মেয়াদী এল.এল.বি (সম্মান) দিবা শাখা, চার বছর মেয়াদী এল.এল.বি (সম্মান) সান্ধ্যকালীন শাখা, দুই বছর মেয়াদী এল.এল.বি (পাস) প্রোগ্রাম, এক বছর মেয়াদী এল.এল.এম (মাস্টার্স) প্রোগ্রাম এবং ২ বছর মেয়াদী এল.এল.এম (মাস্টার্স) প্রোগ্রাম চালু রয়েছে। বিশিষ্ট শিক্ষাবিদ ও আইন বিশেষজ্ঞ কর্তৃক এ অনুষদের একাডেমিক সিলেবাসসমূহ প্রণীত এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক অনুমোদিত। এ বিশ্ববিদ্যালয়ে আইন অনুষদে নিজস্ব শিক্ষক ছাড়াও উপদেষ্টা ও শিক্ষক হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২৫ জন অধ্যাপক।

শিক্ষার্থীদের জ্ঞান, মেধাবৃদ্ধি ও আইন বিষয়ে বাস্তব ধারণা প্রদানের লক্ষ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের প্রথিতযশা অধ্যাপক, বিচারপতি ও বিশিষ্ট আইনজীবূেদর দ্বারা ইউনিভার্সিটির একাডেমিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। শুধুমাত্র পুঁথিগত বিদ্যায় পাঠদান সীমাবদ্ধ না রেখে এখানে নিয়মিতভাবে বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম ও ওয়ার্কশপের আয়োজন করা হয়ে থাকে।favicon59

Sharing is caring!

Leave a Comment