নতুনে নতুন তপুর জীবন

নতুনে নতুন তপুর জীবন

  • ক্যাম্পাস ডেস্ক 

সময়টা ২০১৪ সালের ১০ মার্চ। একটু মেধা, একটু ভাগ্যের জোরে সুযোগ পেয়ে গিয়েছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। এর আগে বিশ্ববিদ্যালয়জীবন সম্পর্কে অনেক শুনেছি।

একটু ভয়, একটু রোমাঞ্চ, বুক ধুকপুক, কপালে ঘাম, চাপা আনন্দ—এসব মিলিয়েই কেটেছে বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন। একটু ভয়ে ভয়েই ক্লাসে গেলাম। নিজ বিভাগের সামনে দাঁড়িয়ে মনটা ভরে গেল। আজ থেকে এই মতিহার চত্বরের আমিও একজন সদস্য—ভাবতেই ভালো লাগছিল। প্রথম দিন একটি মাত্র ক্লাস হয়েছিল, সেটিও ছিল পরিচিতিমূলক ক্লাস। শিক্ষকদের আন্তরিকতায় তখনই মুগ্ধ হয়েছি। আবিষ্কার করেছি, আমার স্কুল-কলেজের শিক্ষকদের চেয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা আরও বেশি বন্ধুসুলভ। বিভাগের বড় ভাইয়া-আপুদের সঙ্গেও বন্ধুত্ব হতে সময় লাগেনি।

তখনো চারপাশের সবই নতুন। ক্যাম্পাসের পথগুলো নতুন, আমার পাশের বেঞ্চে বসা বন্ধুটি নতুন, শিক্ষকেরা নতুন, ক্যাম্পাসের ভবনগুলোও নতুন। এত্তগুলো নতুনের মাঝে নিজেকে মানিয়ে নিতে সমস্যা হয়নি। অল্প সময়ের মধ্যে বন্ধুবান্ধব হয়ে গিয়েছিল। সেদিন বিকেলে ক্লাসের দু-একজন বন্ধুর সঙ্গে পুরো ক্যাম্পাস ঘুরে দেখেছিলাম।

বিকেলটা দারুণ মজায় কেটেছিল। তারপর আমরা সন্ধ্যায় নাশতা খাওয়ার জন্য গিয়েছিলাম ক্যাম্পাসের প্রাণকেন্দ্র হিসেবে খ্যাত ‘টুকিটাকি চত্বরে’। বেশির ভাগের সঙ্গে সেদিনই প্রথম পরিচয়, তবু জম্পেশ একটা আড্ডা হয়েছিল। অনেক ছবি তুলেছিলাম আমরা। সেই ছবিগুলো দেখলে এখনো মনটা ভালো হয়ে যায়।

তপু মন্ডল

নৃবিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়

Sharing is caring!

Leave a Comment