ইস্ট ওয়েস্টে লিডারশিপ চ্যালেঞ্জ
- ক্যাম্পাস ডেস্ক
গত ২৪ অক্টোবর ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির সেমিনার গ্যালারিতে বেশ ঘটা করেই উদযাপিত হলো রোটারেক্ট ক্লাব অব ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি আয়োজিত সামাজিক সচেতনতা বৃদ্ধিমূলক প্রতিযোগিতা ‘সোশিয়ো লিডারশিপ চ্যালেঞ্জ ২০১৬’ পর্ব-১-এর সমাপ্তি অনুষ্ঠান। মূলত, সমাজের যাবতীয় অন্যায় অত্যাচার, বিশৃঙ্খলা, কুসংস্কার, যাবতীয় খারাপ কাজ থেকে সমাজকে, সমাজের মানুষগুলোকে রক্ষা করার পরিকল্পনা নিয়ে এই ভিন্ন মাত্রার প্রতিযোগিতা আয়োজিত হয়।
গত ৩ অক্টোবর ছিল এই প্রতিযোগিতার উদ্বোধনী ‘রোডশো’। প্রতিযোগীদের নিবন্ধনের জন্য ইউনিভার্সিটির ভিতরে বসেছিল পাঁচ দিনব্যাপী একটি জমকালো রেজিস্ট্রেশন বুথ। যেখানে রেজিস্ট্রেশনের পাশাপাশি ছিল সেলফি কম্পিটিশন। এই পাঁচদিন ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির ব্যাংক বুথের সামনে একটি উত্সবের আমেজ তৈরি হয়ে গিয়েছিল। এবং অভাবনীয় সাড়া পেয়ে মোট ৫৮টি দল নিয়ে প্রতিযোগিতাটি শুরু হয়েছিল। মোট ৩টি রাউন্ড শেষে গত ২৪ অক্টোবর ফাইনাল অনুষ্ঠানের মাধ্যমে চ্যাম্পিয়ন টিমকে পুরস্কৃত করা হয়েছে।
প্রতিযোগিতায় অসাধারণ প্রজেক্ট প্রদর্শন করে প্রথম স্থান অর্জন করেছে টিম গিরগিটি, দ্বিতীয় স্থান অর্জন করে নিয়েছে A-No-Name-Us-5.0 এবং তৃতীয় স্থান অর্জন করে নিয়েছে জাগরণ। ক্লাবের মডারেটর চৌধুরী ওমর শরীফের নাম ঘোষণার পরপরই ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের চেয়ারপার্সন, বোর্ড অব ট্রাস্টিজ ফরাসুদ্দিন বিজয়ী দলের হাতে ক্রেস্ট তুলে দেন। উপাচার্য এম এম শাহিদুল হাসান সার্টিফিকেট তুলে দেন। অনুষ্ঠানটির মূল উদ্যোক্তা ও প্রোগ্রাম চিফ হিসেবে দায়িত্ব পালন করেন বিবিএ তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও রোটারেকট ক্লাবের উপদেষ্টা সৈয়দ আসজাদুল হোসাইন। ফাইনাল ৩টি টিমকে প্রশিক্ষণের দায়িত্ব নিয়েছে সেন্টার ফর ইয়থ ডেভেলপমেন্ট।
প্রতিযোগিতায় মিডিয়া পার্টনার হিসেবে ছিল ইউনিটাইমস টোয়েন্টিফোর ডটকম এবং রেডিওটুডে। এই জাঁকজমক অনুষ্ঠানের পর, একই দিনে বিকালে কেক কেটে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রোটারেক্ট ক্লাবের সদস্যরা উদযাপন করল রোটারেক্ট ক্লাবের ১০ বছর পূর্তি।