এসএসসি ও সমমানের পরীক্ষা ১ ফেব্রুয়ারি শুরু
নিউজ ডেস্ক: ২০১৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার চূড়ান্ত সময়সূচি প্রকাশ করা হয়েছে। আজ রবিবার চূড়ান্ত সময়সূচি শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট – www.moedu.gov.bd তে প্রকাশ করা হয়।
আটটি সাধারণ শিক্ষা বোর্ডের এ্সএসসি, মাদ্রাসা বোর্ডের দাখিল ও কারিগরি বোর্ডের এসএসসি পরীক্ষা শুরু হবে আগামী ১ ফেব্রুয়ারি।
এর আগে এসএসসি পরীক্ষা পদ্ধতি পরিবর্তন করে শিক্ষা মন্ত্রনালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এই প্রথমবারের মতো আগে এমসিকিউ (বহুনির্বাচনী) ও পরে সৃজনশীল বা রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। উভয় পরীক্ষার মধ্যে বিরতী হিসাবে ১০ মিনিট সময়ের ব্যবধান থাকবে বলেও সময়সূচিতে উল্লেখ করা হয়েছে।
সকালের পরীক্ষা ১০টা থেকে ১টা পর্যন্ত ও বিকালের পরীক্ষা দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।