কর্মী ছাঁটাই করবে ইয়াহু

কর্মী ছাঁটাই করবে ইয়াহু

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : ইয়াহু ইনকরপোরেশন তাদের কমপক্ষে ১০ শতাংশ কর্মীকে ছাঁটাই করতে পারে। যুক্তরাষ্ট্রের ব্যবসাবিষয়ক ওয়েবসাইট বিজনেস ইনসাইডার এ খবর জানিয়েছে ।

বিজনেস ইনসাইডারের প্রতিবেদনে বলা হয়েছে, এক হাজারেরও বেশি কর্মীকে ছাঁটাই করতে পারে ইয়াহু। কর্মী ছাঁটাইয়ের জন্য ইয়াহুকে চাপ দিচ্ছে বিনিয়োগকারী প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড ভ্যালু এলপি। তবে এ নিয়ে ইয়াহুর প্রধান নির্বাহী মারিসা মেয়ার এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে বিনিয়োগকারী প্রতিষ্ঠানের ঠান্ডা লড়াই চলছে।

ইয়াহুর মুখপাত্র রেবেকা নিউফ্লেড জানিয়েছেন, ‘এ মাসেই নিজেদের নতুন পরিকল্পনার ব্যাপারে সবাইকে আনুষ্ঠানিকভাবে জানাবে ইয়াহু।’ চীনা ই-কমার্স প্রতিষ্ঠান আলীবাবা গ্রুপ ও ইয়াহু জাপান করপোরেশনের সাথে সম্পর্ক ছিন্ন করতে চায় স্টারবোর্ড। তবে চাপ থাকলেও ইয়াহুর উচ্চপদ্স্থ কর্মকর্তারা এখনই এশিয়া থেকে ব্যবসা গুটিয়ে নিতে চাইছেন না। এ জন্য সময় চাইছেন তাঁরা। favicon5

Sharing is caring!

Leave a Comment