অনুষ্ঠিত হলো ‘উইমেন অ্যাট ওয়ার্ক’
নিউজ ডেস্ক : তিন শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহণে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস সাভারে অনুষ্ঠিত হলো ‘উইমেন অ্যাট ওয়ার্ক’ শীর্ষক কর্মশালা। চাকরি বিষয়ক ওয়েব পোর্টাল এভারজবস ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের যৌথ আয়োজনে গতকাল (২৩ জানুয়ারি) বিকেল চারটায় শুরু হয় এ অনুষ্ঠান। এতে আমন্ত্রিত্র বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তরুণ উদ্যেক্তা এবং এভারজবসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাবিরুল ইসলাম।
এছাড়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দিয়েছেন অভিনেত্রী জিনাত সানু স্বাগতা, নাভিদ কমেডি ক্লাবের প্রধান নির্বাহী নাভিদ মাহবুব, প্রশিক্ষক নাজমুন নাহার লাইজু, এয়ারটেল বাংলাদেশের প্রধান বিপণন কর্মকর্তা রুবাবা দৌলা, মডেল অভিনেত্রী শম্পা রেজা এবং রম্য ম্যাগাজিন উন্মাদের সহকারী সম্পাদক সৈয়দ রাশেদ ইমাম তন্ময়।
অনুষ্ঠানের শুরুতেই অভিনেত্রী স্বাগতা তুলে ধরেন তার জীবনাভিজ্ঞতা। তিনি বলেন, ‘আমাদের উচিত সবার আগে পরিবারকে প্রাধান্য দেওয়া। কারণ আমাদের পেশা পছন্দের ব্যাপারে পরিবারের সমর্থন প্রয়োজন।’
এরপর বক্তব্য দেন জনপ্রিয় কমেডিয়ান নাভিদ মাহমুদ। তিনি বলেন, ‘পুরুষের উচিত নারীকে তার পেশা বেছে নেওয়ার ব্যাপারে স্বাধীনতা দেওয়া।’
নাভিদের বক্তব্যকে সমর্থন জানিয়ে বক্তব্য শুরু করেন এক সময়রে জনপ্রিয় মডেল শম্পা রেজা। তিনি জানান, কত সংগ্রামের পথ পেরিয়ে তাকে আজকের অবস্থানে আসতে হয়েছে।
কার্টুনিষ্ট তন্ময় যথারীতি কার্টুন এঁকে অনুপ্রাণিত করেন শিক্ষার্থীদের। আর নিজের অভিজ্ঞতা বিনিময় করতে গিয়ে নাজমুন নাহার লাইজু বলেন, ‘নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে নারীর কর্মক্ষেত্রকে সবার আগে নারীবান্ধব করতে হবে।’
এরপর বক্তব্য দেন রুবাবা দৌলা। তিনি শিক্ষার্থীদের সঙ্গে বিনিময় করেন কর্পোরেট প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা। কর্পোরেট পেশায় সফল এই নারী বলেন, ‘নারীরা যদি তাদের কাজের প্রতি একাগ্র থাকে তবে অবশ্যই পেশাজীবনে সফল হবে।’
সবশেষে বাংলাদেশি বংশোদ্ভূত বৃটিশ তরুণ উদ্যেক্তা সারিরুল ইসলামের অনুপ্রেরণাদায়ী বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান।