ড্যাফোডিলের সঙ্গে বিশ্বের ৫ বিশ্ববিদ্যালয়ের সমঝোতা
- ক্যাম্পাস ডেস্ক
চীন, ফিলিপাইন, ব্রাজিল, পোল্যান্ড ও সিরিয়ার প্রখ্যাত ৫টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। গত ২৬ মে চীনের সিয়াস ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটিস অব এশিয়া অ্যান্ড দি প্যাসিফিক (এইউএপি) এবং ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টস্ (আইএইউপি)-এর যৌথ সম্মেলনে এসব সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান বিশ্ববিদ্যালয়ের পক্ষে এসব সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
সমঝোতা চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়, সামার স্কুল, শিক্ষক প্রশিক্ষণ, স্বল্পকালীন ক্যাম্পাস পরিদর্শন, দ্বৈত ডিগ্রি, ক্রেডিট স্থানান্তর, যৌথ গবেষণা, শিক্ষাবৃত্তি ইত্যাদি কার্যক্রম পরিচালনা করতে পারবে।