রানার আপ ‘ডিআইইউ-হিউরিস্টিক’
- ক্যাম্পাস ডেস্ক
এসিএম-ইন্টারন্যাশনাল গার্লস প্রেগ্রামিং প্রতিযোগিতা-২০১৯ এ ১ম রানার আপ শিরোপা অর্জন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দল ‘ডিআইইউ- হিউরিস্টিক’। দলের সদস্যরা হলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৫ম সেমিস্টারের শিক্ষার্থী তনিমা হোসেন, উম্মে রোকাইয়া সানি ও ফারজানা আক্তার। এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দল ‘জেইউ নাইট ফিউরি’। গতকাল শুক্রবার (১৯ জুলাই) নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। এসময় আরো উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম, উপ-উপাচার্য জিইউ আহসান, সহযোগী অধ্যাপক ড. সাজ্জাত হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফা জব্বার বলেন, প্রোগ্রামিংয়ে দেশের মেয়েরা যত বেশি এগিয়ে আসবে তাদের হাত ধরে জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আগামী প্রজন্ম তত বেশি তৈরি হবে-সমৃদ্ধ হবে। ডিজিটাল শিল্প বিপ্লব বা চতুর্থ শিল্প বিপ্লবসহ রোবটিক, আইওটি, বিগডাটা কিংবা ব্লকচেইনের মতো প্রযুক্তির বিস্ময়কর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রোগ্রামিং কার্যকর একটি হাতিয়ার।
উল্লেখ্য, এসিএম-ইন্টারন্যাশনাল গার্লস প্রোগ্রামিং প্রতিযোগিতায় সারা দেশের ৪০টি বিশ্ববিদ্যালয় থেকে ৭৮টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতাটির আয়োজক নর্থ সাউথ ইউনিভার্সিটি।