‘গাছই জীবন তাতেই ভুবন, তাই করো সবে বৃক্ষরোপণ’
- রাইয়ান এইস সরকার
সকাল ১০ টা। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধুরা একত্রিত হয়ে রওনা দিলাম “আক্রান উচ্চ বিদ্যালয়-সাভার” এর উদ্দেশ্যে। মেহেদী, সোহান, তাহসিন, জ্যোতি, মাহিম, প্রিয়া, নাঈম, রাইয়ান ও সাথে আরও কিছু বন্ধু মিলে বাসে লেগুনায় তীব্র রোদের মধ্যে দুপুর ১২ টার দিকে পৌঁছে গেলাম “আক্রান উচ্চ বিদ্যালয়”। উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাহায্যে স্কুলের বিভিন্ন জায়গায় ৩০০ গাছ রোপণ করা হয় এবং স্কুলের ছাত্র ছাত্রীদের মাঝে বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়। মেহেগুনি, আম, কাঁঠাল, নিম, জাম সহ বিভিন্ন ধরনের ফুলের গাছ স্কুলের আঙ্গিনায় লাগানো হয়। এ সময় স্কুলের ছাত্র ছাত্রীদের মাঝে বৃক্ষরোপণ উৎসব শুরু হয়। সবাই হাতে হাত লাগিয়ে গর্ত করা থেকে শুরু করে কে কোন গাছ লাগাবে তা নিয়ে এক ধরনের প্রতিযোগিতা শুরু হয়ে যায়। এই বৃক্ষরোপণের সকল দায়িত্ব পালন করেন ড্যাফোডিল বন্ধুসভার যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, অর্থ সম্পাদক সোহান ও সহ-সভাপতি তাহসিন। তাদের সবাইকে নেতৃত্ব দেন ড্যাফোডিল বন্ধুসভার সাধারণ সম্পাদক রাইয়ান এইস সরকার। বৃক্ষরোপণ শেষ করে যখন স্কুলের ছাত্র ছাত্রীর মাঝে গাছ বিতরণ করা হয় তখন তাদের সবাইকে বেশী বেশী গাছ লাগানো ও গাছ লাগানোর উপকারিতা সম্পর্কে সচেতন করা হয়।
ছবিতে বৃক্ষরোপণ