ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থীর স্বর্ণপদক জয়
- ক্যাম্পাস ডেস্ক
মালয়েশিয়ায় অনুষ্ঠিত ‘ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং ইনভেনশন ইনোভেশন এক্সিবিশন-২০১৮’তে অংশ নিয়ে ৩টি স্বর্ণপদক ও ২টি বিশেষ পুস্কার অর্জন করেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চার শিক্ষার্থী। একইসঙ্গে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান হিসেবে ‘কনট্রিবিউশন অ্যাওয়ার্ড’ পেয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। গত ১৩-১৪ এপ্রিল মালয়েশিয়ার ইউনিভার্সিটি মালয়েশিয়া পার্লিসে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পুরস্কারবিজয়ী চার শিক্ষার্থী হলেন ইটিই বিভাগের সাইফ আহমেদ কোরেশী, ইইই বিভাগের এফ এম তানভীর হাসান রাইয়ান ও রফিকুল আজম এবং সফটওয়্যার বিভাগের সৈকত বিশ্বাস। তাদের সঙ্গে প্রদর্শক হিসেবে ছিলেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান ও প্রভাষক খন্দকার এম কায়দুজ্জামান।
স্বর্ণপদকজয়ী প্রকল্প তিনটি হচ্ছে ‘পকেট ভিএসপি : অ্যান ইন্টিগ্রেটেড ভেরিয়েবল সিগন্যাল সোর্স অ্যান্ড পাওয়ার সাপ্লাই ফর ইলেকট্রনিক্স ল্যাব’, ‘রবোআর্ম : এ রোবটিক আর্ম টার্গেটিং ফর ইন্ডাস্ট্রিয়াল রিভল্যুশন ফোর পয়েন্ট জিরো’ এবং ‘সাইসান : এ নিউ অটোমেটেড ওয়েব অ্যাপ্লিকেশন ভালনারেবিলিটি ডিটেকশন টুল’। এছাড়া ‘পকেট ভিএসপি’ প্রকল্পটি কম্বোডিয়ার নরটন ইউনিভার্সিটি কর্তৃক বিশেষ পুরস্কার এবং ‘রবোআর্ম’ প্রকল্পটি ভারতের শ্রী রামকৃষ্ণ ইনস্টিটিউট অব টেকনোলজি কর্তৃক সেরা পণ্য পুরস্কার অর্জন করেছে।