রমজানে ড্যাফোডিল বন্ধুসভার ব্যতিক্রমী উদ্যোগ
- গাজী আনিস
২৩ মে বিকেল ৪ টা, ধানমন্ডি ৩২ নম্বর ও শুক্রাবাদে বাহারি ইফতারের পসরা সাজিয়ে ক্রেতার অপেক্ষায় দোকানিরা। কেউবা বেচাকেনা করছেন। ড্যাফোডিল বন্ধুসভার একদল বন্ধু এরই মধ্যে উপস্থিত হন। প্রথমে ক্রেতা ভেবে দোকানিরা বন্ধুদের স্বাগত জানান। বন্ধুরা তাঁদের পরিচয় দিয়ে উদ্দেশ্যের কথা বলেন। স্বাস্থ্যসম্মত উপায়ে খাবার তৈরি ও পরিবেশন বিষয়ে সচতেনতা বাড়ানোর জন্য বন্ধুরা শতাধিক দোকানীদের মাঝে শাওয়ার ক্যাপ ও হ্যান্ড গ্লাভস বিতরণ করেন। এদের মধ্যে কেউ ফুটপাতের দোকানী আবার কেউবা দোকানের মালিক। তবে শাওয়ার ক্যাপ ও হ্যান্ড গ্লাভস ব্যবহার করা উচতি এটা অনেক দোকানীর অজানা ছিল। বন্ধুরা নিজ হাতে দোকানিদের মাথায় ও হাতে এসব পরিয়ে দেন। ব্যবহার বিধি জানতে পেরে অনেকেই খুশি হন। সচতেন হওয়া দরকার স্বীকার করে বন্ধুদের উদ্যোগকে স্থানীয় সুধীজন ও পথচারীরা স্বাগত জানান। দোকানের অন্যান্য কর্মচারী ও পরিবারের জন্য উপকরণগুলো কেউ কেউ চেয়ে নেন। কয়েকজন দোকানী ভবিষ্যতে সচেতনতার সঙ্গে খাবার তৈরি ও পরিবেশনের প্রতিজ্ঞা করেন।