প্রোগ্রামিং র্যাংকিংয়ে বিশ্বসেরা ড্যাফোডিল
- ক্যাম্পাস ডেস্ক
যুক্তরাষ্ট্রের ইউআরআই ইউনিভার্সিটি কর্তৃক পরিচালিত বিশ্ব র্যাংকিং প্রোগ্রামিং প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আজ সোমবার (৫ নভেম্বর) ইউআরআই ইউনিভার্সিটির ওয়েবসাইটে এ প্রতিযোগিতার ফলাফল প্রকাশিত হয়েছে। ওয়েবসাইটে দেখা যায়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৩ হাজার ৬০২ দুই জন শিক্ষার্থী ১ লাখ ৩৭ হাজার ৯০৮টি প্রোগ্রামিং সমস্যা সমাধান করার মাধ্যমে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় এ শীর্ষস্থান অধিকার করে।
শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. সৈয়দ আকতার হোসেন বলেন, শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে উদ্বুদ্ধ করতে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় টেক অফ প্রতিযোগিতা, আন্তঃবিভাগ প্রোগ্রামিং প্রতিযোগিতা, আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা, এসিএম আইসিপিসি সহ বিভিন্ন ধরনের আয়োজন করে থাকে। এই প্রতিযোগিতাগুলো শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে সাহায্য করেছে। ফলে শিক্ষার্থীরা সারা বিশ্ব থেকে সম্মান বয়ে আনছে। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় বিশ্বাস করে, বিশ্বের সব ধরনের প্রোগ্রামিং প্রতিযোগিতায় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা একদিন শীর্ষস্থান দখল করবে।
বিস্তারিত জানতে ভিজিট করুন: https://www.urionlinejudge.com.br/judge/en/universities