শ্রীলংকায় ড্যাফোডিলের প্রতিনিধিদল
- ক্যাম্পাস ডেস্ক
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ সদস্যের শিক্ষক-শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল সম্প্রতি শ্রীলংকায় দশ দিনের সফর শেষে দেশে ফিরেছেন। শ্রীলংকার যুব মন্ত্রণালয়ের ন্যাশনাল ইয়ুথ সার্ভিস কাউন্সিল (এনওয়াইএসসি) আয়োজিত ইয়ুথ এক্সচেঞ্চ প্রোগ্রাম-২০১০৮তে অংশ নিতে তাঁরা শ্রীলংকা গিয়েছিলেন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও এনওয়াইএসসি’র একটি যৌথ চুক্তির আওতায় গত বছর ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধিদল প্রথমবারের মতো ইয়ুথ এক্সচেঞ্চ প্রোগ্রামে অংশ নেন।
সফরকালে ড্যাফোডিলের প্রতিনিধিদল শ্রীলংকার প্রধানমন্ত্রী ভবন ‘টেম্পল ট্রিস’ পরিদর্শন করেন এবং শ্রীলংকার কেবিনেট মন্ত্রী সাগালা গজেন্দ্র রত্নায়কের সঙ্গে সাক্ষাৎ করেন। সাগালা শ্রীলংকার একজন স্বনামধন্য রাজনীতিবিদ। বর্তমানে তিনি আইন-শৃঙ্খলা মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের পাশাপাশি প্রধানমন্ত্রীর প্রধান সহকারীর দায়িত্ব পালন করছেন। সাক্ষাৎকালে তাঁরা দুই দেশের শিক্ষা ও সংস্কৃতির বিনিময় প্রসঙ্গে ফলপ্রসু আলোচনা করেন।