হরসিড ইউনিভার্সিটির সঙ্গে ড্যাফোডিলের সমঝোতা চুক্তি
- ক্যাম্পাস ডেস্ক
বিশ্বব্যাপী উচ্চশিক্ষাকে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে সোমালিয়ার হরসিড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সঙ্গে একটি সমঝোতা চুক্তি সাক্ষর করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। গত ১৯ ডিসেম্বর তারিখে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত সমঝোতা চুক্তি অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে সাক্ষর করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম এবং হরসিড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেক্টর ড. আব্দিকরিম শা-মোহাম্মদ হাসান। এসময় আরো উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান, ড্যাফোডিল গ্রুপের প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ ইমরান হোসেন, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক ড. মো. ফখরে হোসেন, পাবলিক হেলথ বিভাগের প্রধান অধ্যাপক ড. হারুন-অর-রশিদ, ডিভলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রধান মো. ফুয়াদ হোসেন সরকার, মাল্টিমিডিয়া অ্যন্ড ক্রিয়েটিভ টেকণোলজি বিভাগের প্রধান ড. শেখ মোহাম্মদ আলায়ের, সহকারি রেজিস্ট্রার মো. মারুফ চৌধুরী, হরসিড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডেপুটি রেক্টর ওমর আলী মোহাম্মদ প্রমুখ।
সমঝোতা চুক্তি অনুযায়ী, এখন থেকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পাঠ্যসহায়তায় হরসিড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সোমালিয়ায় মাস্টার্স অব পাবলিক হেলথ প্রোগ্রাম পরিচালনা করতে পারবে। অপরদিকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডেভলপমেন্ট স্টাডিজ বিভাগ ও মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি বিভাগকে বিভিন্ন সহায়তা প্রদান করবে হরসিড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
সমঝোতা চুক্তি সাক্ষরের পাশাপাশি হরসিড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিনিধি দল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস পরিদর্শন করে।