গ্রিনমেট্রিক র্যাংকিংয়ে বাংলাদেশে ড্যাফোডিল শীর্ষে
- ক্যাম্পাস ডেস্ক
ইউআই গ্রিনমেট্রিক ওয়ার্ল্ড র্যাংকিং-২০১৮তে ড্যাফোডিল ইন্টারন্যাশাল ইউনিভার্সিটি বাংলাদেশে শীর্ষস্থান এবং বিশ্বে ১৫৮তম স্থান অর্জন করেছে। বিশ্বের ৮১টি দেশের ৭১৯টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় এই স্থান পেয়েছে (http://greenmetric.ui.ac.id/overall-ranking-2018/)। প্রতিবছর মোট ছয়টি মানদণ্ডের ভিত্তিতে এ র্যাংকিং প্রকাশ করে নেদারল্যান্ডসের ওয়াগেনিনজেন ইউনিভার্সিটি অ্যান্ড রিসার্চ। মানদণ্ডগুলো হচ্ছে: অবকাঠামো (১৫%), শক্তি ও জলবায়ু পরিবর্তন (২১%), আবর্জনা (১৮%), পানি (১০%), পিরবহন (১৮%) এবং শিক্ষা (১৮%)।
পরিবেশ উন্নয়নে ও পরিবেশবান্ধব ক্যাম্পাস নির্মাণে বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকার বিবেচনায় নিয়ে এ র্যাংকিং তৈরি করে ইউনিভার্সিটাস ইন্দোনেশিয়া।
এছাড়া অতিসম্প্রতি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কিউএস এশিয়া ইউনিভার্সিটি র্যাংকিং-২০১৯ এ সম্মানজনক স্থান অর্জন করেছে।