বুয়েট রোবো কার্নিভালের সকারবট চ্যাম্পিয়ন ড্যাফোডিল
- ক্যাম্পাস ডেস্ক
বুয়েটে অনুষ্ঠিত বুয়েট রোবো কার্নিভাল-২০১৯ এর সকারবট সেগমেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির টিম ডিআইইউ গ্র্যাভিটন এবং পুরস্কার হিসেবে পেয়েছে ৩০ হাজার টাকা। গত ১৮ জানুয়ারি আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের হাত থেকে পুরষ্কার গ্রহণ করেন টিম ডিআইইউ গ্র্যাভিটন এর নেতৃত্বে থাকা সৈয়দ মো. ওমর শাঈখ। সৈয়দ মো. ওমর শাঈখ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার প্রকৌশল বিভাগের ৭ম সেমিস্টারে শিক্ষার্থী।
সকারবট মূলত রোবটদের মাঝে ফুটবল খেলা। দুই পক্ষের পক্ষ থেকে খেলার প্লাটফর্মে রোবটদের ছেড়ে দেয়া হয় এবং বাইরে থেকে এর নিয়ন্ত্রণ করেন দুই দলের প্রতিযোগীরা। এরপর সর্বোচ্চ সংখ্যক গোলের ভিত্তিতে বিজয়ী নির্বাচন করা হয়।
এই প্রতিযোগিতায় অংশ নেয়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়য় থেকে আসা প্রায় ৭০টি টিমকে পেছনে ফেলে ফাইনাল ম্যাচে ডিআইইউ গ্র্যাভিটন ও মিলিটারি ইন্সটিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজি টিম পরস্পরের মুখোমুখি হয়। সেখানে মিলিটারি ইন্সটিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি থেকে আসা টিমের রোবট করে ১ গোল আর ড্যাফোডিলের টিম করে ৩ গোল।
বিগত দিনের ধারাবাহিকতায় এবার তৃতীয়বারের মতো এই আয়োজন করে বুয়েট।