ড্যাফোডিলে শেষ হলো উইন্টার ক্যাম্প
- ক্যাম্পাস ডেস্ক
শিক্ষা বিনিময় প্রকল্পের আওতায় চীনের সিয়াস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৩৫ শিক্ষার্থী ও ৪ শিক্ষকের অংশগ্রহণে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস আশুলিয়ায় সপ্তাহব্যাপী ‘ডিআইইউ উইন্টার ক্যাম্প ২০১৯’ শেষ হয়েছে। আজ ২০ জানুয়ারি (রোববার) বিশ্ববিদ্যালয়ের ৭১ মিলনায়তনে অনুষ্ঠিত এ উইন্টার ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ এম ইসলাম এবং সিয়াস ইউনিভার্সিটির হুয়ানিউ রেসিডেনন্সিয়াল কলেজের ডিন অধ্যাপক ইয়াং জিয়াকিং। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক ড. মো. ফখরে হোসেন। গত ১৫ জানুয়ারি থেকে আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এ ক্যাম্প শুরু হয়।
সপ্তাহব্যাপী আয়োজনের মাধ্যমে চীনা শিক্ষার্থীরা বাংলাদেশ সম্পর্কে জানতে পেরেছে এবং কার্যকর ক্লাসের মধ্য দিয়ে বাংলাদেশর কৃষ্টি, সংস্কৃতি, রীতিনীতি সম্পর্কেও জানতে পেরেছে। এর মাধ্যমে উভয় দেশের শিক্ষার্থীদের মধ্যে গভীর মিথস্ক্রিয়তা ও বন্ধুত্বের সেতুবন্ধন তৈরি হয়েছে যা আগামী দিনগুলিতে উভয় বিশ্ববিদ্যালয়ের পারস্পরিক সম্পর্ক আরো দৃঢ়তর করবে। অনুষ্ঠান শেষে ড. মো. সবুর খানে অংশগ্রহণকারীদের হাতে সনদ ও স্মারক উপহার তুলে দেন। সবশেষে সিয়াস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা সবাইকে মুগ্ধ করে।