ড্যাফোডিলের স্থায়ী ক্যাম্পাসে ডাচ বাংলা’র এটিএম বুথ
- ক্যাম্পাস ডেস্ক
শিক্ষার্থীদের আর্থিক লেনদেন ও ব্যাংকিং সুবিধার্থে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস আশুলিয়ায় ডাচ বাংলা ব্যাংকের ফাস্ট ট্র্যাক এটিএম বুথ স্থাপন করা হয়েছে। গতকাল শনিবার (২ ফেব্রুয়ারি) ডাচ বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আবুল কাশেম মোহাম্মদ শিরিন ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ উপাচার্য অধ্যাপক ড. এসএম মাহবুব উল হক মজুমদার যৌথভাবে বুথটি উদ্বোধন করেন। এসময় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার অধ্যাপক ড. প্রকৌশলী একেএম ফজলুল হক, স্থায়ী ক্যাম্পাসের ডিন অধ্যাপক মোস্তফা কামাল, পরিচালক (অর্থ ও হিসাব) মোমিনুল হক মজুমদার, ডাচ বাংলা ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চিফ টেকনোলজি অফিসার মো. আবুল কাশেম খান, এডিসি বিভাগের প্রধান ও ভাইস প্রেসিডেন্ট মো. মশিউর রহমান, ডাচ বাংলা ব্যাংকের আশুলিয়া বাজার শাখার ব্যবস্থাপক ও সহকারী ভাইস প্রেসিডেন্ট গাজী শহিদুর রহমানসহ দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে আবুল কাশেম মো. শিরিন বলেন, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের এই ক্যাম্পাসে হাজার হাজার শিক্ষার্থী পড়ালেখা করেন। নানা প্রয়োজনে তাদেরকে আর্থিক লেনদেন করতে হয়। কিন্তু এখানে অর্থ উত্তোলনের জন্য কোনো এটিএম বুথ ছিল না। এখন এই ফাস্ট ট্র্যাক বুথটি স্থাপনের ফলে এই বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী সরাসরি উপকৃত হবেন।
বুথটি দিনরাত ২৪ ঘণ্টা খোলা থাকবে এবং শিক্ষক-শিক্ষার্থীরা যেকোনো সময় এটি ব্যবহার করতে পারবেন বলে তিনি অভিমত জানান।