ওসমানী মেডিকেল কলেজ এখন মেডিকেল বিশ্ববিদ্যালয়
- ক্যাম্পাস ডেস্ক
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজকে (সিওমেক) মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মর্যাদা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের এক চিঠির মাধ্যমে এই খবর নিশ্চিত করা হয়। খুব শীঘ্রই এর কার্যক্রম শুরু করার কথাও জানানো হয়।
এ ব্যাপারে অধ্যাপক ডা. মোর্শেদ আহমেদ চৌধুরী বলেন, “আমাদের কাছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের চিঠি এসে পৌঁছেছে। জেলা প্রশাসকের পক্ষ থেকে শাহী ঈদগাহতে প্রায় তিন একর জায়গা বরাদ্দ দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জন্য। তিনি আরো আশ্বাস দিয়েছেন, ভবিষ্যতে আরো দুই একর জায়গা ব্যবস্থা করে দিবেন।”
এর আগে, প্রধানমন্ত্রী বুধবার (১৬ মার্চ) সকালে একটি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, ‘জনগণের দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। এ জন্য সিলেটে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে এবং জনসংখ্যার বিবেচনায় প্রতি জেলায় একটি করে মেডিকেল কলেজ স্থাপনের চিন্তাভাবনাও রয়েছে।’
উল্লেখ্য সিওমেক ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হয় এবং তখন এটির নাম ছিল সিলেট মেডিকেল কলেজ। পরবর্তীতে ১৯৮৬ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক মুহাম্মাদ আতাউল গণি ওসমানীর নামানুসারে এটির নাম রাখা হয় “সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ”। যা সংক্ষেপে সিওমেক নামে পরিচিত।