বেরোবিতে ইয়ুথ ফেস্ট ২৫ মার্চ

বেরোবিতে ইয়ুথ ফেস্ট ২৫ মার্চ

  • সজীব হোসাইন, রংপুর

বিশ্ববিদ্যলয় পর্যায়ে দেশের তরুণ শিক্ষার্থীদের মধ্যে ব্যবসায় উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে ও উৎসাহ দিতে উদ্যোক্তা আর আইডিয়াবাজদের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ ইয়ুথ ফেস্ট ২০১৬’। বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে আগামী শুক্রবার(২৫ মার্চ) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে(বেরোবি) অনুষ্ঠিত হবে ফেস্টের রংপুর বিভাগীয় রাউন্ড।

‘নলেজ ফর ট্রান্সফরমেশন’ বা ‘রূপান্তরের জন্য জ্ঞান’ শিরোনামকে প্রতিপাদ্য করে দিনব্যাপী এই সিরিজ লেকচারে বক্তব্য দিবেন টেন মিনিট স্কুলের উদ্যোক্তা আইমান সাদিক, মাইক্রোসফট বাংলাদেশের পরিচালক সোনিয়া বশির কবির, তরুণ বক্তা মাশাহেদ হাসান সীমান্ত, আমারই বাংলাদেশ-এর সহপ্রতিষ্ঠাতা আরিফ আর হোসাইন, ইয়ুথ অপরচুনিটিস-এর সহপ্রতিষ্ঠাতা ওসামা বিন  নূর, শিল্পী ও সঙ্গীত পরিচালক রেজাউল করিম লিমন, তরুণ উদ্যোক্তা শাহানা শারমিন প্রমুখ।

রংপুর বিভাগীয় রাউন্ড উৎসবে সামাজিক সমস্যা সমাধানের ধারণা, প্রযুক্তি ও মুঠোফোন সম্পর্কে ধারণা ও বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগের ধারণা  উপস্থাপন করা হবে। এছাড়া ২০২৫ সালে আঞ্চলিক অর্থনীতির অবস্থা কেমন হবে এবং তখনকার অর্থনীতির চালিকাশক্তি কী কী হতে পারে তা চিহ্নিত করে উপস্থাপন ও নারী উদ্যোক্তাদের বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগের ধারণা উপস্থাপন করেবেন অংশগ্রহণকারীরা।

আঞ্চলিক পর্যায়ে বিজয়ী দল আগামী এপ্রিলে অনুষ্ঠেয় ঢাকায় চূড়ান্ত পর্বের প্রতিযোগিতায় অংশ নেবেন। কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণদের বৈশ্বিক বাজারের জন্য তৈরি হতে উদ্বুদ্ধ করা এ আয়োজনের লক্ষ্য। সাতটি বিভাগের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ উৎসবে অংশ নেবেন।

উৎসবের অন্যতম অংশ হলো ‘নলেজ হাব’। এ পর্বে দেশ বিদেশের সর্বশেষ ইনোভেশন আইডিয়া, ট্রেন্ডের ছবি, ভিডিও লেকচার, ডকুমেন্টারি, বেস্ট স্টার্টআপ স্টোরি, Cannes Lions’ এর সেরা ক্যাম্পেইনগুলো প্রদর্শিত হবে।favicon59

Sharing is caring!

Leave a Comment