বেরোবিতে স্বাধীনতা দিবস পালিত

বেরোবিতে স্বাধীনতা দিবস পালিত

  • সজীব হোসাইন, রংপুর

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

গতকাল (২৬ মার্চ) সকালে দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে কেন্দ্রীয় স্বাধীনতা স্মারকে শহীদদের স্মরণে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে উপাচার্য দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন।

এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, শিক্ষকদের বিভিন্ন সংগঠন, সাংবাদিক সমিতি,সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন শহীদ মিনারে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে।

দিবস উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. মোরশেদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মতিউর রহমান, কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. নাজমুল হক, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. তাজুল ইসলাম প্রমুখ।

এদিকে স্বাধীনতা দিবস উপলক্ষে গত ২৪ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পৃথক পৃথক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। আজ ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং শিক্ষক-শিক্ষার্থীর কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়।

সন্ধ্যায় স্বাধীনতা স্মারকে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচীর সমাপ্তি ঘোষণা করা হয়।favicon59

Sharing is caring!

Leave a Comment