বেরোবিতে কর্মচারী পেটালো শিক্ষার্থীকে

বেরোবিতে কর্মচারী পেটালো শিক্ষার্থীকে

  • সজীব হোসাইন, রংপুর

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) কর্মচারী কর্তৃক গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী লাঞ্ছিত হওয়ায় ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্তদের শাস্তির দাবিতে শিক্ষার্থীরা ঘণ্টাব্যাপী ঢাকা-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করেন।

গতকাল (২৭ মার্চ) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শী সূত্র জানান, দুপুরে বিশ্ববিদ্যালয়ের শেখ ফজিলাতুনেচ্ছা মুজিব হলের পাশে শজনে গাছ থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মাহফুজ আহমেদ শজনে পাড়তে গেলে মাহফুজের সঙ্গে দিন ও মজুরীভিত্তিক কর্মচারী গুলশান আহমেদ শাওন, মনোয়ার হোসেন ও আতিকুর রহমান অসদাচরণ করে এবং তাকে শারীরিকভাবে লাঞ্চিত করে। লাঞ্ছিত করার সংবাদটি ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে বিভাগের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়ে ঢাকা-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করেন। এসময় ঘন্টাব্যাপী রাস্তা অবরোধে সকল প্রকার যান চলাচল বন্ধ ছিল। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শাহীনুর রহমান শিক্ষার্থীদেরকে অভিযুক্তদের শাস্তির আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।

এদিকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন দোষীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় শিক্ষার্থীরা বিভাগের তিন শিক্ষক ও প্রক্টরসহ উপাচার্যের বাসভবনে যান। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবীর উপস্থিতিতে অভিযুক্ত কর্মচারী গুলশান আহমেদ শাওন সকলের কাছে ক্ষমা চান এবং ভবিষ্যতে এ ধরণের ঘটনা না ঘটানোর অঙ্গীকার করেন।

এ ব্যাপারে কথা বললে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তাবিউর রহমান প্রধান বলেন, ‘এর আগেও কর্মচারী কর্তৃক শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারী লাঞ্চিত হওয়ার ঘটনা ঘটেছে। কিন্তু ওই ঘটনাগুলোর বিচার না হওয়ায় বারবার এ ধরণের ঘটনা ঘটছে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শাহীনুর রহমান দি প্রমিনেন্টকে বলেন, উপাচার্যের উপস্থিতিতে বিষয়টি বিভাগের শিক্ষকদের নিয়ে মীমাংসা করা হয়েছে। বর্তমানে ক্যাম্পাসের পরিবেশ সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান তিনি।favicon59

Sharing is caring!

Leave a Comment