ইবিতে লন্ঠনের পুরস্কার বিতরণী
- শাহজাহান নবীন, কুষ্টিয়া
‘মেধা ও মননে প্রগতিশীল’ বাংলাদেশ গড়ার লক্ষ্যকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সেচ্ছাসেবী সংগঠন লন্ঠনের মেধা অন্বেষণ প্রতিযোগীতা-২০১৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ (২৪ এপ্রিল) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির করিডোরে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের মধ্যে থেকে মেধাবীদের বাছাইয়ের লক্ষ্যে গত ২ ফেব্রুয়ারি থেকে বিভিন্ন বিভাগে সাধারন জ্ঞান ও রচনা প্রতিযোগীতার আয়োজন করা হয়। এই প্রতিযোগীতায় বিভিন্ন বিভাগ থেকে ২০ জনকে সেরা মেধাবী হিসেবে বাছাই করে সংগঠনটি। বাছাইকৃত ২০ জনের মধ্য থেকে ১০ জনকে সম্মাননা হিসেবে সংগঠনটির আজীবন সদস্যপদ দেওয়া হয়েছে। আর বাকি সেরা ১০জনকে ক্রেস্ট প্রদান করে পুরস্কৃত করা হয়। সেই সাথে নবীণ শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় সংগঠনের প্রবীণরা।
সংগঠনটির সভাপতি মোর্শেদ হাবিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সংগঠনটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী।
এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনটির কার্যনির্বহিী কমিটির সদস্য মারুফ হাসান সিদ্দিকী, আবু মুসা, আশিকুর রহমান বনি, ও বিভিন্ন পর্যায়ের সদস্যসহ শতাধিক শিক্ষার্থী।