শিক্ষকের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- শাহজাহান নবীন, কুষ্টিয়া
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. সাইফুজ্জমানের উপর দুর্বৃত্তদের নৃশংস হামলার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। আজ (২৪ মে) বেলা ১১টায় অনুষদ ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রায় পাঁচ শতাধিক শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।
সূত্র জানায়, গত শুক্রবার কুষ্টিয়ার সদর উপজেলার বটতৈল শিশির মাঠ এলাকায় হোমিও চিকিৎসক মীর সানাউর রহমান ও ড. সাইফুজ্জমানের গতিরোধ করে তিন মটরসাইকেল আরোহী। এসময় ঘাতকরা দুজনকে ধারালো অস্ত্র (চাপাতি) দিয়ে উপর্যুপরি কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই মীর সানাউর রহমান নামের হোমিও চিকিৎসকস (৫৫) নিহত হন ও ড. সাইফুজ্জমান গুরুত্বর আহত হন। বর্তমানে ড. সাইফুজ্জামান ঢাকার এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতাল ও পরিবার সূত্রে জানা গেছে, ধীরে ধীরে ড. সাইফুজ্জামানের শারীরিক অবস্থা উন্নতির দিকে যাচ্ছে। তিনি এখন অল্প অল্প কথা বলা শুরু করেছেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ড. সাইফুজ্জামানের চিকিৎসার জন্য প্রায় ১৩ লাখ টাকা ব্যয় হতে পারে যা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বহন করার হচ্ছে বলে জানা গেছে।
নৃসংশ ওই হামলার ঘটনার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনুষদ ভবনের সামনে বেলা ১১টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিক্ষক সমিতির যুগ্ম-সম্পাদক প্রফেসর ড. মোস্তাফিজুর রহমানের পরিচালনায় ও সমিতির সভাপতি প্রফেসর ড. এমতজা হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার, প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এমতাজ হোসেন, সাধারণ সম্পাদক প্রফেসর ড.অলী উল্যাহ, বাংলা বিভাগের সভাপতি প্রফেসর ড. গৌতম কুমার দাস প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন প্রক্টর প্রফেসর ড.মাহবুবর রহমান,ছাত্র উপদেষ্টা প্রফেসর ড.আনোয়ার হোসেন, প্রফেসর ড.জহুরুল ইসলাম সহ বিভিন্ন বিভাগের সভাপতি শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।