স্বপ্ন সত্যি হয় এখানে

স্বপ্ন সত্যি হয় এখানে

  • রবিউল কমল

এইচএসসি পাস করাদের মধ্যে একটি বড় অংশ ভর্তি হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। পর্যাপ্ত সুযোগ-সুবিধা আর পড়াশোনার অনুকূল পরিবেশ থাকায় অনেকেরই প্রথম পছন্দ বেসরকারি বিশ্ববিদ্যালয়। পছন্দের বিষয় পেতে খুব একটা বেগ পোহাতে হয় না বলেও অনেকেরই পছন্দ এসব উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। উচ্চবিত্ত ও মধ্যবিত্ত অনেক পরিবারই এখন ছেলেমেয়েদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি করছেন।

প্রত্যেক শিক্ষার্থীর স্বপ্ন থাকে একটি চাহিদা সম্পন্ন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করার। সেক্ষেত্রে শিক্ষার্থীদের প্রথম পছন্দের তালিকায় থাকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। কারণ এই প্রতিষ্ঠানটি  চাহিদাসম্পন্ন বিষয়গুলোকেই প্রাধান্য দিয়ে থাকে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বেসরকারী পর্যায়ে প্রতিষ্ঠিত তথ্য-প্রযুক্তি সম্পর্কিত ইউনিভার্সিটি। ২০০২ সালের ২৪ জানুয়ারী বেসরকারী উদ্যোগে এটি প্রতিষ্ঠিত হয়। আর এটির প্রতিষ্ঠাতা মো. সবুর খান। এখানে কম্পিউটার সাইন্স, ইলেক্ট্রনিক এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সহ আরো বেশ কয়েকটি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের প্রোগ্রাম পরিচালিত হয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক অনুমোদিত দেশের ৫৬টি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের অন্যতম একটি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

ঠিকানা এবং অবস্থান 

ধানমন্ডি ক্যাম্পাস : ১০২ শুক্রাবাদ, ধানমন্ডি, ঢাকা ১২০৭। ফোন: +৮৮-০২-৯১৩৮২৩৪-৫, ৯১৩৮২৩৫, ৯১৩৬৬৯৪, ৯১৬৭৭৪।

স্থায়ী ক্যাম্পাস : আশুলিয়া মডেল টাউন, দত্তপাড়া, আশুলিয়া, সাভার , ঢাকা।

উত্তরা ক্যাম্পাস : বাড়ি ০৪, সড়ক ০৭, সেক্টর ০৩, উত্তরা মডেল টাউন, ঢাকা ১২৩০। ফোন: ৮৯৩২৮৪৬, মোবাইল: ০১৭১৩-৪৯৩১৪১।

ইমেইল : info@daffodilvarsity.edu.bd ওয়েব সাইট: www.daffodilvarsity.edu.bd ।

 

ভর্তি প্রক্রিয়া

  • এখানে ভর্তির হওয়ার জন্য শিক্ষার্থীর নূন্যতম যোগ্যতা হল- এস.এস.সি ও এইচ.এস.সি ২টি মিলিয়ে কমপক্ষে ৭.০০ স্কোর পেতে হবে। আর ‘ও’ লেভেল এর বিষয়ে ২.৫ এবং ‘এ’ লেভেল-এ ২.০০ মিলিয়ে মোট ৪.৫ স্কোর পেতে হবে।
  • শিক্ষার্থী যে ডিপার্টমেন্টে ভর্তি হতে ইচ্ছুক সে ডিপার্টমেন্ট থেকে ভর্তি ফরম সংগ্রহ ও পূরণ করে ৮০০ টাকা ব্যাংক ড্রাফট সহকারে রেজিষ্টার অফিসে জমা দিতে হবে।
  • সায়েন্সের বিষয়ে এইচএসসি সিলেবাসের ফিজিক্স, কেমিস্ট্রি ও ম্যাথের উপর আর্টসের বিষয়ে এইচএসসি সিলেবাসের বাংলা, ইংরেজী এবং সাধারণ জ্ঞানের উপর এবং কমার্সের বিষয়ে এইচএসসি সিলেবাসের ব্যবস্থাপনা, মার্কেটিং এবং একাউন্টিং এর উপর ১০০ মার্কের উপর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে।
  • ভর্তি পরীক্ষায় কমপক্ষে ৫০ নম্বর পেলে শিক্ষার্থী ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করে।
  • ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা রেজিস্টার অফিসে যোগাযোগ করে ভর্তির চূড়ান্ত ফরম সংগ্রহ এবং ফরম পূরণ করে তার সাথে চারটি পাসপোর্ট সাইজের ছবি, সার্টিফিকেটের ফটোকপি, মার্কশীট এর ফটোকপি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি (যদি থাকে) ও কলেজ থেকে প্রাপ্য প্রশংসা পত্রের ফটোকপি জমা দিতে হয়।
সমাবর্তন অনুষ্ঠান
সমাবর্তন অনুষ্ঠান

সুযোগ সুবিধা

  • মেডিক্যাল সেন্টারটি বিশ্ববিদ্যালয়ের ৫ম তলায় অবস্থিত। এখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়া ছাত্র-ছাত্রীর প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।
  • সাধারণত শট/ লং ও নৈশ কালীন কোর্স রয়েছে।
  • ফলাফল পদ্ধতি গ্রেডিং পদ্ধতি।
  • বিশ্ববিদ্যালয়টিতে ইন্টারনেট কানেকশন রয়েছে।
  • শিক্ষার মাধ্যমে ইংরেজি।
  • প্রতি বিভাগে গড়ে ১৩০ জন ছাত্র/ছাত্রী আছে।
  • এই বিশ্ববিদ্যালয়ে অনার্স কোর্সগুলো ‘ডে’ শিফটে হয়। এছাড়া মাস্টার্স কোর্সগুলোর জন্য ইভিনিং শিফট রয়েছে।
  • সেমিস্টার ভিত্তিক পড়াশুনা চলে এই বিশ্ববিদ্যালয়টিতে। যদি কোন ছাত্র-ছাত্রী ৩.৭৫-৪.০০ জিপিএ পায় কোন সেমিস্টারে তাহলে তার জন্য পরবর্তী সেমিস্টারে অর্ধেক সেমিস্টার ফি প্রদান করতে হয়। সেক্ষেত্রে তার নিজ ডিপার্টমেন্ট থেকে আবেদন ফরম সংগ্রহ করে পূরণ করে ডিপার্টমেন্টই জমা দিতে হয়।
  • কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের ফ্রি ল্যাপটপ দেওয়া হয়।
  • কম্পিউটার ক্রয়ের ক্ষেত্রে এখান থেকে ঋণ গ্রহণ করা যায়।
ক্যাম্পাসে অবস্থিত শহিদ মিনার
ক্যাম্পাসে অবস্থিত শহিদ মিনার

স্কলারশীপ বা বৃত্তি

বিশ্ববিদ্যালয়টি মেধাবী এবং গরীব ছাত্র-ছাত্রীদের জন্য বিভিন্ন স্কলারশীপ বা বৃত্তির ব্যবস্থা করে থাকে। তন্মধ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি স্কলারশীপ, লুত্ফর রহমান স্কলারশীপ, রাজিয়া বেগম স্কলারশীপ, আকিজ গ্রুপ স্কলারশীপ এবং শেনইয়াং এরোস্পেস ইউনিভার্সিটি স্কলারশীপ, চায়না বিশেষভাবে উল্লেখযোগ্য।

লাইব্রেরী

  • বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরী ভবনের পাঁচ তলায় অবস্থিত।
  • লাইব্রেরীটি সরকারি ছুটির দিন ব্যতিত প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত খোলা থাকে।
  • বই পেতে হলে লাইব্রেরীয়ানের কাছে থেকে লাইব্রেরী কার্ড সংগ্রহ করতে হবে।
  • প্রথাগত লাইব্রেরীর পাশাপাশি এখানে অনলাইন লাইব্রেরী আছে।
  • শুধুমাত্র এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই এই অনলাইন লাইব্রেরী ব্যবহারের সুযোগ পেয়ে থাকে।
  • প্রথাগত ও অনলাইন লাইব্রেরী ২ টি মিলিয়ে প্রায় ৫০,০০০ হাজারেরও বেশী বই আছে।
  • লাইব্রেরীতে বসে পড়ার জন্য চেয়ার ও টেবিল আছে।
  • বিশ্ববিদ্যালয় ভবনের ৪র্থ তলায় ক্যান্টিন রয়েছে। এখানে হালকা নাস্তা এবং দুপুরে খাবার পাওয়া যায়। এছাড়া এখানে ফাস্ট ফুড খাবার পাওয়া যায়।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)-তে চিকিৎসা কেন্দ্র

সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’ (ডিআইইউ)-তে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদেও জন্য চিকিৎসা কেন্দ্র চালু করা হয়েছে । বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিই প্রথম এ ধরনের চিকিৎসা কেন্দ চালুর উদ্যোগ নিয়েছে। এ চিকিৎসা কেন্দের মাধ্যমে এখন থেকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী, শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ সারা বছর জুড়ে নিয়মিত চিকিৎসা সুবিধা পেয়ে থাকে।

অডিটোরিয়াম

বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অডিটোরিয়াম সুপ্রশস্ত এবং শীতাতপ নিয়ন্ত্রিত। অডিটোরিয়ামটি প্রিন্স প্লাজা (লেভেল ৪), ৪/২, সোবহানবাগ, ধানমন্ডিতে অবস্থিত। এখানে বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, সাংস্কৃতিক অনুষ্ঠান, কর্মশালা, উপস্থাপনা, ফেস্টিভ্যাল, এক্সিবিশনের আয়োজনসহ শিক্ষামূলক মুভি শো প্রদর্শিত হয়ে থাকে। অডিটোরিয়ামটি ৫০০ জন লোক ধারণ করতে পারে। অডিটোরিয়ামটি ভাড়া নেওয়া যায় ১ দিনের জন্য, সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। দৈনিক ভাড়া মুল্য ১৫,০০০ টাকা। অগ্রিম ৫,০০০ টাকা পরিশোধ করতে হয় যা ফেরতযোগ্য। অডিটোরিয়াম ভাড়া বাতিল করতে ১ দিন, ২ দিন এং ৪ দিন পূর্বে কর্তৃকপক্ষকে অবহিত করতে হয়। এই নিয়মে ২৫% থেকের ৭৫% ভাড়া মূল্য ফেরত দেওয়া হয়।

প্রিয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের আড্ডা
প্রিয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের আড্ডা

খেলাধূলা

  • বিশ্ববিদ্যালয়ে খেলাধূলা ভিক্তিক টুর্নামেন্ট আয়োজিত হবে।
  • ইনডোর গেমস টেবিল টেনিস ও ক্যারাম রয়েছে।
  • খেলার মাঠ, জিমনেসিয়াম, সুইমিংপুল নেই।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাসে ওয়াই-ফাই সুবিধা

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাসে ওয়াই-ফাই সুবিধা চালু করা হয়েছে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ক্যাম্পাসে বসেই উপভোগ করতে পারবেন ওয়াই-ফাই সুবিধা। favicon59

Sharing is caring!

Leave a Comment