কেন পড়ছি বিবিএ
- ক্যাম্পাস ডেস্ক
হালের চাহিদাসম্পন্ন বিষয় হয়ে উঠেছে ব্যবসায় প্রশাসন। শিক্ষার্থীরা কেন বিবিএ ডিগ্রি বেছে নিচ্ছেন, সে কথাই জানাচ্ছেন কজন শিক্ষার্থী।
আন্তর্জাতিক সংস্থায় কাজ করার স্বপ্ন
উচ্চশিক্ষার জন্য ব্যবসায় প্রশাসন ছিল আমার প্রথম পছন্দ। বহুজাতিক প্রতিষ্ঠানের পাশাপাশি দেশীয় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর কর্মপরিধি প্রতিনিয়ত বাড়ছে। ব্যবসায় প্রশাসনে একজন স্নাতক (বিবিএ) তাঁর কর্মজীবনে আকর্ষণীয় বেতন, উন্নত সুযোগ-সুবিধা ছাড়াও সৃজনশীলতার প্রকাশ ঘটিয়ে যেকোনো প্রতিষ্ঠানের শীর্ষ পদগুলোতে কাজ করার সুযোগ পান। এসব চিন্তাভাবনা মাথায় নিয়েই আমি বিবিএ পড়ার সিদ্ধান্ত নিয়েছি। স্বপ্ন দেখি বিশ্বব্যাংক বা কোনো আন্তর্জাতিক সংস্থায় কাজ করার এবং দেশের দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখার।
সাবাবা তানিয়া,শিক্ষার্থী-প্রথম বর্ষ (২১ তম ব্যাচ), আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
ক্যারিয়ার গড়তে চাই বিপণনে
বিবিএ করে দুই ধরনের কাজ করা যায়। উদ্যোক্তা হয়ে নিজের মতো কাজ করা যায়। নয়তো অন্যের অধীনে চাকরি করা। উদ্যোক্তা হতে যেহেতু আর্থিক মূলধন দরকার আর তা প্রাথমিকভাবে সংগ্রহ করা আমার জন্য খুব সহজ নয়। তাই আমার লক্ষ্য বিবিএ শেষে বিশেষায়িত কোনো প্রতিষ্ঠানে কাজ করা। আমার পছন্দের ক্ষেত্র হচ্ছে বিপণন বা মার্কেটিং। আমি মনে করি, মানুষকে প্রভাবিত করে কিছু প্রতিষ্ঠিত করতে পারাটা একটি শিল্প; যা শুধু বাজারজাতকরণের মাধ্যমে সম্ভব। আমি চাই মার্কেটিংয়ে ক্যারিয়ার গড়তে।
আব্দুল আলিম, শিক্ষার্থী, ব্যবসায় প্রশাসন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
হতে চাই সফল ব্যাংকার
বড় হয়ে ব্যাংকে চাকরি করার ইচ্ছা আমার অনেক দিনের। মূলত সেই ইচ্ছাটাকে বাস্তবায়ন করার লক্ষ্যেই আমার বিবিএ পড়তে আসা। এ ছাড়া এসএসসি এবং এইচএসসিতে আমার হিসাববিজ্ঞান ছিল। পরবর্তী সময়ে ব্যবসাবিষয়ক আরও বিষয় সম্পর্কে পড়ার ইচ্ছে হলো, আর ব্যবসায় শিক্ষার প্রতিটি ক্ষেত্র সম্পর্কে জানতে বিবিএ পড়ার কোনো বিকল্প নেই। চাকরির পাশাপাশি উদ্যোক্তা হয়ে কাজ করারও স্বপ্ন আছে আমার, এ ক্ষেত্রেও বিবিএ সবচেয়ে সহায়ক।
লিয়া মনি, ব্যবসায় প্রশাসন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
বহুজাতিক কোম্পানিতে কাজ করতে চাই
স্কুলে পড়ার সময় থেকেই ব্যবসায় শিক্ষায় পড়ার ইচ্ছা ছিল। নবম শ্রেণীতে যখন বণিজ্য শাখায় পড়া শুরু করি, তখন থেকে হিসাববিজ্ঞান আমার কাছে আনন্দের একটি বিষয়। ছোটবেলা থেকেই আমার স্বপ্ন কোনো বহুজাতিক কোম্পানিতে কাজ করার। বিশ্ববিদ্যালয়ে বিবিএতে তাত্ত্বিক বিষয়ের চেয়ে ব্যবহারিক বা প্রায়োগিক বিষয় বেশি পড়ছি। আমার মনে হয়েছে, অন্যান্য বিষয়ের চেয়ে বিবিএতে ক্যারিয়ার গড়া সহজ ও সুযোগ বেশি।
বিপুল নন্দি, শিক্ষার্থী, বিবিএ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।