পড়ার নতুন বিষয় অ্যাডভার্টাইজিং
- ক্যাম্পাস ডেস্ক
দেশে অন্যান্য সাধারণ শিক্ষা কিংবা বিষয়ের সঙ্গে পাল্লা দিয়ে যুক্ত হচ্ছে নতুন নতুন এবং ব্যতিক্রমী বিষয়, যা আমাদের শিক্ষা ক্ষেত্রকে সমৃদ্ধ করছে নিঃসন্দেহে। দেশের শিক্ষা জগতে যুক্ত হওয়া তেমনি একটি নতুন বিষয়ের নাম ‘অ্যাডভার্টাইজিং।’ বিষয়টি একেবারে নতুন হলেও এরই মধ্যে সাড়া পাওয়া গেছে বেশ। অনেক শিক্ষার্থী এবং অভিভাবক আগ্রহী হয়ে উঠছেন বিষয়টির প্রতি।
- অ্যাডভার্টাইজিং কী
একটি কথা বেশ প্রচলিত আছে- ‘প্রচারেই প্রসার।’ আসলেই তাই। কোনো কিছুর প্রচার না করলে তা প্রসারিত হয় না- বিষয়টি কমবেশি সবার জানা। আর এ প্রচারের কাজটি যিনি করেন কিংবা প্রচার মাধ্যমের কাজটিই হলো অ্যাডভার্টাইজিং। মুক্তবাজার অর্থনীতির কল্যাণে মাল্টিন্যাশনাল সব কোম্পানিসহ পুঁজিবাজারে যে কোনো প্রতিষ্ঠানে মার্কেটিং এবং প্রচার ও প্রসারের প্রধান মাধ্যম হলো অ্যাডভার্টাইজ বা বিজ্ঞাপন। বিজ্ঞাপন হলো এক ধরনের মডার্ন আর্ট। প্রতিষ্ঠানের তৈরি পণ্য টার্গেটকৃত গ্রাহকের আগ্রহ সৃষ্টি করে, তাদের কাছাকাছি নিয়ে এসে সুন্দর এবং দৃষ্টিনন্দন করে উপস্থাপনাই অ্যাডভার্টাইজিংয়ের মূল কাজ।
- কাদের জন্য এ পেশা
যারা অ্যাডভার্টাইজিং, মার্কেটিং এবং পাবলিক রিলেশনে ক্যারিয়ার গড়তে আগ্রহী তারা চোখ বন্ধ করে দ্বিধাহীন চিত্তে এ বিষয়টিকে বেছে নিতে পারেন। যারা চ্যালেঞ্জ গ্রহণ করতে আগ্রহী, যে কোনো পরিবেশ কিংবা পরিস্থিতি সামলে নেওয়ার মতো ক্ষমতা আছে, চাপ মোকাবেলা করার মতো সহ্যশক্তি আছে তাদের জন্য এ পেশাটিই সবচেয়ে উপযুক্ত। সে সঙ্গে যদি থাকে প্রচুর ক্রিয়েটিভিটি এবং মননশীল ব্যক্তিত্ব_ তাহলে তো কোনো কথাই নেই।
- পড়তে পারবেন যেখানে
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এ বিষয়ে পড়ার সুযোগ আছে। এখানে ৪ বছরমেয়াদি অনার্স কোর্সসহ ১ বছরের মাস্টার্স কোর্স করা যাবে।
- যে বিষয়গুলো পড়ানো হয়
আর্টস অ্যান্ড অ্যাথেটিক্স, এলিমেন্টারি অ্যাডভার্টাইজমেন্ট, ন্যাশনাল কালচার অ্যান্ড হেরিটেজ, অ্যাডভার্টাইজিং ডিজাইন কনসেপ্ট, অ্যাডভার্টাইজিং কপিরাইটিং, অ্যাডভার্টাইজিং ইমেজ ম্যানিপুলেশন, কম্পিউটার অ্যাপ্লিকেশন ইন অ্যাডভার্টাইজিং, ল্যাগুয়েজ অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন, অ্যাডভার্টাইজিং মিডিয়া প্ল্যানিং, প্ল্যানিং অ্যান্ড ক্রিয়েটিং অ্যাড ক্যাম্পেইন, অ্যাডভার্টাইজিং অ্যান্ড পাবলিক পলিসি, অ্যাডভার্টাইজিং গ্রাফিক এক্সিবিশন ইত্যাদি।
- যেমন হবে ক্যারিয়ার
কথা হয় মিডিয়াব্যক্তিত্ব আলী যাকেরের সঙ্গে। তিনি অ্যাডভার্টাইজিং বিষয়ে লেখাপড়া করা আর এ শিল্পের গুরুত্ব ও উজ্জ্বল ভবিষ্যতের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, এ সেক্টরে সহজেই সিকিউরড ক্যারিয়ার গড়া সম্ভব। এ জন্য যার যত বেশি চিন্তাশক্তি, কর্মস্পৃহা, চাপ সামলে নেওয়ার মতো ক্ষমতা, ধৈর্য এবং দ্রুত মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করার মতো যোগ্যতা রয়েছে, সে তত বেশি দ্রুত এ সেক্টরে তার অবস্থান তৈরি করে নিতে পারবে। ইচ্ছা করলে নিজেই একটি অ্যাড ফার্ম দিয়ে স্বাধীনভাবে ব্যবসা করতে পারবে। শুধু তাই নয়, এ বিষয়ে লেখাপড়া করে আর্ট ডিরেক্টর, বিজ্ঞাপন নির্মাতা, স্ক্রিপ্ট রাইটার ইত্যাদি থেকে শুরু করে রেডিও-টেলিভিশন, প্রিন্ট মিডিয়ায় কাজ করতে পারবেন সম্মান এবং সন্তোষজনক সম্মানী নিয়ে।