বাউবি’র স্নাতক পরীক্ষা শুরু
- ক্যাম্পাস ডেস্ক
বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) বিএ/বিএসএস পরীক্ষা শুক্রবার থেকে শুরু হয়েছে। সারাদেশে ২১৬টি পরীক্ষা কেন্দ্রে সিমেস্টারভিত্তিক এ পরীক্ষায় সর্বমোট ২ লাখ ৩৬ হাজার ৫ শত ৭৪ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।
বাউবি’র ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন শুক্রবার মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করছেন। এ সময় তার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের তথ্য ও গণসংযোগ বিভাগের যুগ্ম পরিচালক মোঃ আবুল কাসেম শিখদার ও ঢাকা’র আঞ্চলিক পরিচালক আহম্মেদ সেলিম উপস্থিত ছিলেন।
বাউবি’র পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান উকিল জানান, এ পরীক্ষা শুক্রবার ও শনিবার সকালে ও বিকেলে অনুষ্ঠিত হবে। আগামী ২১ অক্টোবর পরীক্ষা শেষ হবে। এবারের পরীক্ষার্থীদের মধ্যে ১ লাখ ৩৫ হাজার ২৯০ জন পুরুষ এবং ১ লাখ ১ হাজার ২৮৪ জন মহিলা।