শাবিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগ চালু হচ্ছে
- ক্যাম্পাস ডেস্ক
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগামী ২০১৬-১৭ শিক্ষবর্ষ থেকে চালু হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নামে একটি নতুন বিভাগ।
সোমবার উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২০০তম সিন্ডিকেট সভায় বিষয়টি অনুমোদন দেয়া হয়। নতুন বিভাগটি চালু হলে শাবিতে বিভাগের সংখ্যা হবে ২৮টি।
এছাড়া একই শিক্ষাবর্ষে সমুদ্র বিজ্ঞান নামে আরো একটি বিভাগ চলতি বছরের ৩১ জানুয়ারি অনুষ্ঠিত ১৯৫তম সিন্ডিকেট সভায় অনুমোদন দেয়া হয়েছিল।
বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. এ এইচ এম বেলায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিভাগে আসন সংখ্যা হবে ৩০টি। বিভাগটি ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনলজির অধীনে থাকবে।