জাবিতে ৫ দিনব্যাপী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা
- ক্যাম্পাস ডেস্ক
‘বিতর্ক চলুক, আসুক যুথবদ্ধ আগামী’ স্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন (জেইউডিও) আয়োজনে শুরু হচ্ছে ৫ দিনব্যাপী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা। মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি শেখ রাহাত রহমান এ এ তথ্য জানিয়েছেন।
আজ বুধবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে এ বির্তক প্রতিযোগীতার পর্দা উন্মোচন করবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন। বিতর্ক প্রতিযোগিতায় আন্তঃস্কুল, আন্তঃকলেজ ও আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ে ৩২টিমসহ মোট ৯৬টি টিম অংশগ্রহণ করবে।
লিখিত বক্তব্যে শেখ রাহাত রহমান বলেন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্যের সঙ্গে অংশগ্রহণের পাশাপাশি জাতীয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে বিতর্ককে সামাজিক আন্দোলনে রূপদানের ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা পালন করে চলছে। তারই ধারাবাহিকতায় জেইউডিও ৩০ আগস্ট থেকে ৩ আগস্ট পর্যন্ত ৫দিনব্যাপী আয়োজন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে আগামী ৩ সেপ্টেম্বর চূড়ান্ত বিতর্ক, পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।